রাজ্য

দিল্লির আক্রান্তদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বামপন্থী দলগুলি


স্বাতী শীল: চিন্তন নিউজ:৬ই মার্চ:–দিল্লির সহিংসতার পর কেটে গেছে বেশ ক’টা দিন কিন্তু মৃত্যু-মিছিল এখনো থামেনি।এখনো শহর দিল্লি লাশ গুনে গুনে ক্লান্ত।লাশের সংখ্যা ৫৩ ছাড়িয়েছে,অথচ সেই সংখ্যা নিয়েও চলছে সাম্প্রদায়িকতার নোংরা খেলা আর এই খেলায় কেন্দ্র ও রাজ্যের উভয় দলই পারদর্শী তা বলাই বাহুল্য।

এই পরিস্থিতিতে যথারীতি দিল্লির আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বামপন্থী দলগুলি।সারা রাজ্যব্যাপী অর্থসংগ্রহ কর্মসূচিতে গতকাল অংশ নেয় হুগলি জেলাও।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও চলে এই অর্থ সংগ্রহ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।