রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

রাজ্য সরকার আধিকারিক কি আইনের ঊর্দ্ধে!


শৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:১২ই মার্চ:–আজকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন তৃণমূলের দলীয় প্রতীকসহ মমতা।বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো গাড়ী নিয়ে দাসপুর ২নং ব্লকের গৌরা সোনামুই কে বি এ শিক্ষায়তন স্কুলে ঢুকলো সরকারী আধিকারীকরা। যেখানে ১৪৪ ধারার মতো নিয়ম লাগু থাকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সেখানে এই ধরনের কার্যক্রম কিভাবে করেন সরকারী আধিকারিকরা।

প্রসঙ্গত এস‌এফ‌আই সোনাখালী লোকাল কমিটির পক্ষ থেকে স্কুল ক্যাম্পাস এর বাইরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স লাগালে তৃণমূল নেতারা অবজেকশন করলে প্রশাসন এস‌এফ‌আই নেতৃত্বদের অনুরোধ করে ফ্লেক্স ও পোস্টার খুলিয়ে দেয়। কিন্তু সরকারি আধিকারিকরা এই ধরনের কাজ কি ভাবে করে তা নিয়ে প্রশ্ন উঠছে।।এস‌এফ‌আই সোনাখালি লোকাল কমিটি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এস‌এফ‌আই সোনাখালি লোকাল কমিটির সম্পাদক কমরেড শুভঙ্কর ব্যানার্জী বলেন এটি একটি অপরাধ যোগ্য কাজ।এই ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষিদের শাস্তি দিতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।