রাজ্য

কান্দিতে বসন্ত উৎসব


তুলসী সিনহা:চিন্তন নিউজ:১২ই মার্চ:-বুধবার মুর্শিদাবাদের কান্দিতে হয়ে গেল এক সুন্দর বসন্ত উৎসব। কান্দি থানা ও পৌরসভার উদ্যোগে শহরের মানুষ, স্কুল কলেজের ছেলে মেয়ে এমনকি থানার পুলিশ আধিকারিকরাও মেতে উঠলেন বসন্তের আবীর খেলায়।

শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ছোঁয়া এখন রাজ্যের সব গ্রাম-শহরে। কান্দিও এর ব্যাতিক্রম নয়‌। দোল উৎসবের দিন সন্ধ্যাবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হয়। কিন্তু এই বছর এক অভিনব মানব মিলন উৎসব পালিত হ’ল কান্দিতে বসন্ত উৎসবকে কেন্দ্র করে।

কান্দি থানার পুলিশ আধিকারিক জগপ্রীত সিং, থানার আইসি অরূপ রায় ও কান্দি মহকুমা শাসক রবি আগর‌ওয়াল । একে অপরকে রঙে-আবীরে রাঙিয়ে কচিকাঁচাদের ভীড়ে মিশে গেলেন তাঁরা।

বুধবার কান্দিতে ধ্বণিত হ’ল ‘কবিগুরুর রচিত সেই গান—“রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে”। গান,নাচ,আলেখ্য, পথনাটিকা, বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে শহর পরিক্রমা করল । চারিদিক মুখরিত হ’ল বসন্তের উচ্ছাসে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।