নিজস্ব সংবাদদাতা:– চিন্তন নিউজ-১৪ই মার্চ:–আজ সিপিআই (এম) কাশীপুর বেলগাছিয়া ৩ এরিয়া কমিটি অন্তর্ভুক্ত ২নং ওয়ার্ডের সন্ত্রাস কবলিত ফুলবাগান অঞ্চলের পার্টি অফিস দখলমুক্ত হলো।এলাকার মানুষের বিপুল সাড়া, অনুপ্রেরণা নতুন প্রত্যয় সঞ্চার করল।
কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা ক্ষেত্রে র অলিগলি, মহল্লায় মহল্লায় জোটের প্রার্থী সিপিআই(এম) এর প্রতীপ দাশগুপ্তের সমর্থনে প্রচার চলছে জোরকদমে। প্রচার সঙ্গী এলাকার গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষ।
দেশ বিক্রির বাংলা নয়, চাই শিক্ষা ও স্বাস্থ্যের সর্বাঙ্গীন অধিকার। তাই ছোট্ট কমরেড অনুশ্রী পাত্র তার প্রিয় (বুক আন্টি) সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী কমরেড সমিতা হর চৌধুরীর সিপিআইএম বেহালা পূর্ব ১এরিয়া কমিটির অন্তর্গত ১৪৪ নম্বর ওয়ার্ডের জোকা ১ নং শাখায় দেওয়াল লিখছে।
কসবা বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই (এম) প্রার্থী শতরূপ ঘোষের সমর্থনে ৬৬ নং ওয়ার্ডের পাম্প হাউজ অঞ্চলে দেওয়াল লিখন।।
৬৬ নং ওয়ার্ডে এলাকায় ভোটপ্রচারে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী শতরূপ ঘোষ