জেলা

হাওড়ার অন্দরে-


চিন্তন নিউজ—-সৌম্যদ্যুতি ভৌমিক–‘এক মেরুদন্ডওয়ালা মানুষ’, সে এক বিপর্যস্ত সময় । একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগ্রাসন এবং নীলকরদের অতিরিক্ত মুনাফার লোভে কৃষিবিরোধী অত্যাচার । আর অন্যদিকে হিন্দু সমাজপতিদের ধর্মীয় অনুশাসন । গোটা ভারতবর্ষের মত বাংলার বুকেও নেমে এসেছিলো এক প্রগাঢ় অন্ধকার । সেই গোটা বাংলী জাতির মেরুদন্ড হয়ে যিনি আলোকশিখা উর্দ্ধে তুলে দাঁড়িয়েছিলেন তিনি আমাদের সকলের প্রিয় শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । আজ যখন ভারতের আকাশে ধর্মীয় ফ্যাসীবাদ তান্ডব নৃত্য করছে, কৃষি, শ্রমিক, কর্মসংস্থান থেকে শুরু করে দেশবাসীর নূন্যতম মৌলিক অধিকার বিনষ্ট করতে উদ্ধত হয়েছে জনবিরোধী শাসকদল । আর ভোগবাদের মায়াজালে মোহমুগ্ধ দেশের একটা বৃহৎ অংশের মানুষ কেবল আত্মস্বার্থের সন্ধানে বিভোর হয়ে আছে । ঠিক সেই সময়, সময়ের প্রয়োজনে শিরদাঁড়ার সন্ধানে গত ২৬ শে সেপ্টেম্বর ২০২০, সন্ধ্যা ৬টায় দানেশ শেখ লেন বাস স্ট্যান্ডে ভারতীয় গণনাট্য সংঘ, প্রত্যাশা বি. গার্ডেন শাখার উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সহযোগিতায় ‘এক মেরুদন্ডওয়ালা মানুষ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো । আলোচনা সভার উদ্বোধন করে বিশিষ্ট শিক্ষক মাননীয় চিরন্তন মুখোপাধ্যায় শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশায়ের ভূমিকা তুলে ধরেন । বিশিষ্ট গণ আন্দোলনের নেতা মাননীয় শঙ্কর মৈত্র প্রধান আলোচক হিসাবে বাংলার নবজাগরণের প্রথমলগ্নে রাজা রামমোহন রায়ের হাত ধরে যে আলোক শিখা প্রজ্জ্বলিত হয়েছিলো, ঈশ্বরচন্দ্রের ঋজু মেরুদন্ড কিভাবে গোটা ব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র লড়াইয়ের মধ্যে দিয়ে সেই আলোকশিখাকে উর্দ্ধে তুলে ধরে ছিলেন সে বিষয় আলোকপাত করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন মাননীয় ভবানীপ্রসাদ দত্ত । গণনাট্য প্রত্যাশা শাখার শিল্পীরা ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং ‘ও আলোর পথযাত্রী’ গানে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে । আলোচনাচক্রের মাঝে মাঝে লেখক শিল্পী সংঘের ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির শিল্পীরা আবৃত্তি ও সংগীত উপস্থাপনা করেন । দু ঘন্টার এই আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন নাট্যকর্মী সৌম্য ভৌমিক ।

সংবাদদাতা—-মৃন্ময়ী রং:- আক্রান্ত কৃষক, আক্রান্ত সংসদ,ফসলের মাঠে মোদীর ডাকাতি, জনবিরোধী ৩ কৃষি বিল বাতিল করো। আজ ২৭/৯/২০২০ তারিখ রবিবার পথসভা সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির অন্তর্গত বাসুদেবপুরে । বক্তা-এরিয়া কমিটির সদস্য কমরেড গৌতম ব্যানার্জী, কমরেড অপর্ণা ব্যানার্জী দত্ত ও অনান্য নেতৃত্ব। বক্তব্যে উঠে আসে বেকারিও কাজ হারানো জনগণ সম্পর্কে, সোম ও মঙ্গলবার দুদিন হাট খোলার দাবি। হাওড়ায় বন্ধ করে দেওয়া মূল্যবান ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থা খোলার দাবীতে।

সংবাদদাতা—-লাল্টু ঘোষ:-কর্পোরেশন এর দুর্নীতি, নিয়োগ বন্ধ, বেহাল স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাটের দুরবস্থা, আমফানে ক্ষতিগ্ৰস্তদের যথাযথ সহায়তা ও পুনর্বাসন, নিকাশি ব্যবস্থার বেহাল দশা, কেন্দ্রীয় সরকারের মানুষ মারা নীতি, শ্রমিক বিরোধী শ্রম আইন ও কালা কৃষক বিলের বিরুদ্ধে আজ দক্ষিণ হাওড়ার বিভিন্ন বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে জগাছা, উনসানি, রামরাজাতলা প্রেস গেট এ ‘দেশ বাঁচাও হাওড়া বাঁচাও’ এর দাবিতে প্রতিবাদ সভা আয়োজিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।