জেলা

কলকাতার টুকিটাকি…….


চিন্তন নিউজ: কাকলি চ্যাটার্জি:১৬/০৬/২০২৩:- চোপড়ার ঘটনাসহ পঞ্চায়েত নির্বাচন পরিচালনায় কমিশনের ব্যর্থতা ও তৃণমূলের সীমাহীন সন্ত্রাসের প্রতিবাদে আজ সিপিআই (এম) কসবা-৩ এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল।।

পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা করার সময়ে মিছিলে তৃণমূল দূস্কৃতিদের গুলি এবং বোমাবাজিতে আহত বাম কর্মী সমর্থক এবং পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের নিস্ক্রিয়তার প্রতিবাদে CPI(M) জোড়াসাঁকো -৩ এরিয়া কমিটির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।

পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা করার সময়ে মিছিলে তৃণমূল দূস্কৃতিদের গুলি এবং বোমাবাজিতে আহত বাম কর্মী সমর্থক এবং পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের নিস্ক্রিয়তার প্রতিবাদে CPI(M) শ্যামপুকুর-২ এরিয়া কমিটির উদ্যোগে মিছিল ও সংক্ষিপ্ত সভা। বক্তব্য রাখেন মহিলা নেত্রী সাহানা ভাদুড়ি।

সি পি আই (এম),বেলেঘাটা – 1এরিয়া কমিটির উদ্যোগে সি আই টি মোড়ে ‘ দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর ‘ সংগ্রহ অভিযানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উল্লেখযোগ্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।