চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ২৫ শে ফেব্রুয়ারি – ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্যে এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা জেল জুড়ে চলছে পথসভা, মিছিল ইত্যাদি। কালনা, কাটোয়া, ভাতার, গুসকরা, জামালপুর, পূর্বস্থলী, বর্ধমান শহরের নানান জায়গায় চলছে বিপুল উৎসাহে সি পি আই এম পার্টির উদ্যোগ। এই রকম গুসকরা পূর্ব এরিয়া কমিটি এলাকায় গোপাল সায়ের আদিবাসী এলাকায় গ্রুপ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আলমগীর মন্ডল ও অলোক কুমার মন্ডল ( এরিয়া কমিটির সদস্য) ।
ব্রিগেড সমাবেশকে সামনে রেখে আজ বিকেলে কালনা ১-এর আটঘরিয়ায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুকুল শিকদার। সভাপতিত্ব করেন বীরেন ঘোষ।কুলিয়া থেকে হিটটা গ্রাম পর্যন্ত ব্রিগেড চলো ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল সংগঠিত হয়।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জামালপুর ১এরিয়া কমিটির আঁটপাড়া শাখার, আঁটপাড়া বাজারে ২৮শে ফেব্রুয়ারী ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল ও প্রচার করা হয়।
পূর্বস্থলী এরিয়া কমিটির অন্তর্গত নিমদহ পাটুলী যৌথ শাখা এলাকায়৷ ব্রিগেড সমাবেশের প্রচার এবং বাজার এলাকায় পথসভা করা হোলো। বক্তব্য রাখেন বিন সেখ, যুব নেতা অনুপ ঘোষ, ছাত্র নেতা নয়ন দাস, যুব নেতা সমর রাজোয়ার, জাহিরুল হক সেখ।