হাসিরুল ইসলাম : চিন্তন নিউজ:৩০শে সেপ্টেম্বর:-সিপিআই(এম)সালার এরিয়া কমিটি সহ সমস্ত গণসংগঠনের ডাকে আজ সালারে বিভিন্ন দাবীতে সালার বিডিওকে ডেপুটেশন দেওয়া হলো।
ডেপুটেশনের আাগে একটা মিছিল করে প্রথমে জমায়েত করা হয় সি পি আই (এম) অফিসে। গোটা সালার প্ররিক্রমা করে বিডিও অফিসে আসে মিছিল। মিছিলে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বামপন্থী দের সরকার চলে যাওয়ার পর এই প্রথম এত মানুষের সমাগম লাল পতাকার তলায়।

মূলত যে দাবী গুলে নিয়ে ডেপুটেশন তার কয়েকটা হলো কৃষি বিল বাতিল, আমফানের লিস্ট সংগ্রহ, ইন্দিরা আবাসনের কাটমানি ফেরতের দাবি, মাদ্রাসা শিক্ষকদের ওপর আক্রমণের প্রতিবাদ। সালারের লোকাল দাবী সালারের বেহাল রাস্তা সারাই করতে হবে। সালার হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে হবে।

অপরদিকে সংবাদদাতা ধ্রুবজ্যোতি সাহা:-মাদ্রাসা শিক্ষকের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ ডিওয়াইএফআই ঔরঙ্গাবাদ লোকাল কমিটি এলাকায় বিক্ষোভ সভা
