চিন্তন নিউজ: কাকলি চ্যাটার্জি:০২/১০/২০২২- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজ ডেঙ্গু ও প্লাস্টিকের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে এক প্রচার পত্রের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী অধ্যাপক প্রদীপ মহাপাত্র অধ্যাপক শ্যামল চক্রবর্তী পরিবেশ বিজ্ঞানী তপন সাহা শিক্ষাবিদ স্বপন কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। সহযোগিতা আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটি। হেদুয়া পার্ক।
সংবাদদাতা মৌসুমী ঘোষ দাস- বেহালা পশ্চিম ১ এরিয়া কমিটির উদ্যোগে আজ বেহালা থানার বিপরীতে মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস। সভাপতিত্ব করেন কমরেড রাজেশ চক্রবর্তী এরিয়া কমিটির সম্পাদক।
সংবাদদাতা: কলকাতা থেকে সোনালী মিত্র দাস– গতকাল সন্ধ্যায় কলকাতা বেলেঘাটা ফুলবাগান অঞ্চলে প্রগতিশীল বুক স্টলের উদ্বোধন করলেন সূর্য কান্ত মিশ্র। বৃষ্টি সত্বেও মানুষের বিশেষ করে তরুণ দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।