চিন্তন নিউজ:২১শে নভেম্বর:–বিকাশ মাখাল জানাচ্ছেন, আগামী ২৬ শে নভেম্বর, সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতে যেমন মাঠে ময়দানে প্রকাশ্য প্রচারাভিযান চালাচ্ছে দেশের শ্রমিক -কৃষক সহ বামপন্থী গণ সংগঠনসমূহ, তেমনই পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চও বিভিন্ন বৈঠকি সভার মাধ্যমে এই ধর্মঘটকে সফল করতে প্রচারাভিযান চালাচ্ছে। আজ ডোমজুড় ব্লক কমিটির ডাকে তেমনই এক বৈঠকি সভা অনুষ্ঠিত হলো রুদ্রপুর গ্রামের মাখাল পাড়ায়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের হাওড়া জেলা সম্পাদক, স্বপন মাখাল ও ব্লক কমিটির সম্পাদক,শঙ্কর খেলো।
সৌমেন বাগ জানাচ্ছে-আগামী ২৬ শে নভেম্বর,২০২০……সর্বভারতীয় “সাধারণ ধর্মঘট”-এর সমর্থনে এবিপিটিএ, উলুবেড়িয়া পূর্বচক্রের পক্ষ অটোপ্রচার চক্র এলাকায়……বাউড়িয়া,বুড়িখালী,চেঙ্গাইল,চককাশি,রঘুদেবপুর,খলিশনী প্রমুখ স্থানে প্রচার হয় আজ।
সৌমেন বাগ- আগামী ২৬ শে নভেম্বর,২০২০……সর্বভারতীয় “সাধারণ ধর্মঘট”-এর সমর্থনে এবিপিটিএ, উলুবেড়িয়া পূর্বচক্রের পক্ষ অটোপ্রচার চক্রএলাকায় বাউড়িয়া, বুড়িখালী, চেঙ্গাইল, চককাশি, রঘুদেবপুর,খলিশনী প্রমুখ স্থানে প্রচার হয় আজ।
২৬ শে নভেম্বর’২০ , ” সারা ভারত সাধারণ ধর্মঘট ” এর সমর্থনে আজ পশ্চিম হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত কদমতলা বাজার সহ ২৩ নং ওয়ার্ডে মিছিল ও মোড়ে মোড়ে সংক্ষিপ্ত পথসভায় প্রচারাভিযান ।
জানাচ্ছেন -প্রণব কুমার দাশ:- সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির অন্তর্গত দুইল্যা ইউনিটের মহিলা সদস্যদের নিজ হাতে পোস্টার লিখন হলো ধর্মঘটকে সাফল্য মন্ডিত করার জন্য।