চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১/১০/২০২২ – আজ দুর্গাপূজার ষষ্ঠীর দিন বর্ধমানের বিভিন্ন জায়গায় মার্ক্সীয় সাহিত্যের বই এর স্টলের উদ্বোধন হল। বর্ধমান শহরে বড়নীলপুর মোড়ে স্টল উদবোধন করেন রবীন্দ্রনাথ চক্রবর্তী এবং স্টলের উদ্দেশ্য ব্যাখ্যা করেন দীপঙ্কর দে।
বর্ধমান শহর ১ এরিয়া কমিটি,
আজ মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্র বর্ধমান শহর ১ এরিয়ায় দুটি জায়গায় সূচনা হয়। একটি ৫ নং ই ছ লবাদ ইয়ুথ ক্লাবের সামনে এখানে সূচনায় দুই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ তা এবং রহিম আলী মল্লিকের হাতে দুটি পুস্তিকা তুলে দেওয়া হয়, আর একটি জি টি রোড এল আই সি মার্কেটের সামনে । এই বুক স্টলের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর গোস্বামী। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই দুটি বুক স্টলেই উপস্থিত ছিলেন পার্টি নেতা তাপস সরকার, এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম।
সি,পি,আই,(এম) বর্ধমান শহরের ২নং এরিয়া কমিটির আলমগঞ্জ, তেজগঞ্জ ও বেড় শাখার যৌথ উদ্যোগে বুক স্টলের উদ্বোধন করেন বাবলু মুখার্জী।
উপস্হিত ছিলেন এরিয়া সম্পাদক তরুন রায় ও শাখার নেতৃত্ব, এরিয়া নেতৃত্ব, ছাত্র যুব, মহিলা সদস্যারা ও সাধারণ কর্মী ও সমর্থক বৃন্দ। স্টলটি বসেছে হারাধন পল্লীতে।
কাটোয়ায় গোয়েঙ্কাবাড়ি মোড়ে মার্কসীয় সাহিত্য প্রচার ও প্রসারের লক্ষ্যে, বুকস্টল আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপার্টি সদস্য অচিন্ত্য মল্লিক ও জেলাপার্টি সদস্য অঞ্জন চ্যাটার্জী।
এই বুকস্টল চলবে, আগামী ৫ অক্টোবর, সকাল পর্যন্ত।