দেশ শিক্ষা ও স্বাস্থ্য

বিতর্কে খড়গপুর আই.আই.টি.


সোনালী দত্ত দাঁ : চিন্তন নিউজ.০৫/১১/২০২২:– খড়গপুর আই.আই.টি.;যা কিনা এককথায় প্রযুক্তিবিদ‍্যার পীঠস্থান, সেখানেই বিগত কয়েক বছর ধরে ভারতীয় জ্ঞান ব‍্যবস্থাকে সমৃদ্ধ করার লক্ষ্যে শুরু হয়েছে ‘ সেন্ট্রাল অব এক্সেলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিষ্টেম। তাদের সনাতনী জ্ঞান ব‍্যবস্থার গত বছরের প্রতিপাদ্য বিষয় ছিল পুরান কথা।এবছর তাদের প্রতিপাদ্য বিষয় ‘ আয়ুর্ধারা ‘। খড়গপুর আই.আই.টি-র উদ‍্যোগে দু’দিন ধরে মূলত আয়ুর্বেদচর্চার ধারাবাহিকতার উপর আলোচনা চলবে।প্রধান বক্তা ও উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন রামদেব ও রবিশঙ্কর। আর এই নিয়েই বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান বিতর্ক।

বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত একাধিক সংস্থা এই নিয়ে প্রশ্ন তুলেছে। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির অফিস সম্পাদক প্রত‍্যুষ শিকদারের মতে,”আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোয় আয়ুর্বেদশাস্ত্রকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন।এর জন্য প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে না থেকে বরং আধুনিক গবেষণা প্রয়োজন।” তাঁর দাবি কেন্দ্রীয় সরকার শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে অপবিজ্ঞানের প্রচার ও প্রসার ঘটাতে চাইছে।বস্তুত রামদেব বা রবিশঙ্করের মতো মানুষজন যোগচর্চা ও আয়ুর্বেদচর্চার নামে বিজ্ঞানের মোড়কে উগ্র আধ‍্যাত্মিক চেতনা প্রসারের চেষ্টা চালিয়ে একটি বিশেষ ধর্মীয় চেতনাকে উস্কে দিচ্ছেন এবং এই সমস্ত কর্মকাণ্ডের ফলে আই.আই.টি. র গৌরব ক্ষুণ্ন হচ্ছে”। যদিও আয়োজকেরা এই বিতর্কে কান দিতে নারাজ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।