দেশ

করোনা মোকাবিলায় কেরালার বাম সরকার


গোপা মুখার্জী :চিন্তন নিউজ: ১৯শে মার্চ:–কুসংস্কার ও অলৌকিকতার বাতাবরণ থেকে বেরিয়ে এসে, গুজবে কান না দিয়ে, বিজ্ঞাপনের মিছিলে না গিয়ে সঠিক কাজের মাধ্যমে কিভাবে জনগণকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখা যায় এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা যায়, তার জন্য কেরলের বাম সমর্থিত সরকার যে অভিনব পদ্ধতি অবলম্বন করেছে তা সত্যিই প্রশংসনীয় ।

ভয়ংকর ছোঁয়াচে এই কোভিড-১৯ (covid-19) থেকে যাত্রীদের সুরক্ষিত রাখতে কেরলে বাসকে জীবানুমুক্ত করার কাজে পরিবহন কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন সিপিআইএম বিধায়ক কে আনসালান ।তার এই মহৎ কাজ কে সাধুবাদ জানিয়েছেন কেরালার জনগন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।