দেশ

করোনা ভাইরাস রুখতে কেরলে DYFI এর নেতৃত্বে গড়ে উঠেছে স্যানিটাইজার তৈরির কারখানা


গোপা মুখার্জি:চিন্তন নিউজ:২১শে মার্চ:–করোনা রুখতে কেরলের বামফ্রন্ট সরকার একের পর এক যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে তাতে সত্যি সত্যিই কেরল গোটা দেশের কাছে ‘মডেল রাজ্য ‘হয়ে দাঁড়িয়েছে ।

সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কেরলের বাম যুব সংগঠন (DYFI) এর নেতৃত্বে বিভিন্ন জেলায় গড়ে উঠেছে স্যানিটাইজার তৈরির কারখানা। সংগঠনের কর্মীরা প্রায় বিনামূল্যে সেই স্যানিটাইজার কেরলের প্রতিটি মানুষের হাতে তুলে দিচ্ছে। এর ফলে অনেক অংশেই করোনার প্রকোপ কমে গেছে । সংগঠন আশা করছে তাদের তৈরি স্যানিটাইজার শীঘ্রই সারা দেশে পৌঁছে যাবে ।
মহামারী রুখতে কেরলের বাম যুব সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবী রাখে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।