দেশ

অর্থনীতির চাকা সচল রাখাই এখন সরকারের চ‍্যালেঞ্জ, বললেন রাজন।।


চৈতালী নন্দী: চিন্তন নিউজ:২৬শে এপ্রিল:- লকডাউনে থমকে গিয়েছে বিশ্বের অর্থনীতি। ভারতও তার ব‍্যাতিক্রম নয়। অর্থনীতির অবস্থা ঠিক কতটা সংকটের মধ‍্যে তা নিয়ে জল্পনার শেষ নেই। কিন্তু এই পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল রাখাই সরকারের মূল কাজ হবে, যা অর্থনীতির স্বাস্থ্য রক্ষা করবে বলে মনে করেন রিজার্ভ ব‍্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

রঘুরাম রাজন বলেন এই পরিস্থিতিতে অর্থনীতির ত্রাণ কাঠামো এমন হওয়া উচিত যাতে কোনো মানুষ  অভুক্ত না থাকে, কেউ প্রাপ‍্য চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। ফলে এসময় কেন্দ্রের পা ফেলা উচিত অত‍্যন্ত সতর্কতার সঙ্গে। লকডাউন বেশী দিন থাকা ভারতের পক্ষে সম্ভব নয় কারণ জীবনের পাশাপাশি জীবিকার নিশ্চয়তাও খুব জরুরী।

দেশের অর্থনৈতিক স্বাস্থ্যকে ঘুরে দাঁড়াতে গেলে কর্মী ছাঁটাইয়ের পথে গেলে চলবেনা। ক্ষেত্রবিশেষে বেতন যদি ছাঁটাই করতে হয়ও নিরবিচ্ছিন্ন আয়ের পথকে খুলে রাখতে হবে। মানুষের আয়ের পথ খোলা থাকলে বাড়বে বাজারের চাহিদা, যা শেষ পর্যন্ত গতি আনবে অর্থনীতির পালের। মনে করছেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।