রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

আবার আক্রান্ত জুনিয়র ডাক্তার।


চিন্তন নিউজ:১২জুন,২০১৯:রঘুনাথ ভট্টাচার্য্য:–

আবার জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলেন। গুরুতর
আহত।
প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত কলকাতা ও রাজ্যের
বিভিন্ন হাসপাতালে। এন আর এস, মেডিক্যাল,আর জি কর,এস এস কে এম এর পাশাপাশি বর্ধমান, মুর্শিদাবাদ
মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে শামিল হন ।
ডাক্তার দের সমস্ত সংগঠন থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি হাসপাতালে বহির্বিভাগ, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার, পলিক্লিনিক, বন্ধ রাখার আহ্বান জানান হয়েছে। অবশ্য জরুরী পরিষেবা চালু থাকবে।এই সব বিশৃঙ্খলায় সমগ্র স্বাস্থ্যব্যবস্থায় যে ছন্দপতন ঘটে তার প্রতিকার দীর্ঘদিনেও পূরণ হয়ে ওঠে না।এই জমে ওঠা
অবক্ষয় সামগ্রিক পরিকাঠামোর অপূরনীয় ক্ষতি করে। কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সময় ব্যয় করে
স্বাস্থয প্রশাসন দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপায়নে অবহেলা করায় জনসাধারণ ও অগ্রগামী স্বাস্থ্যকর্মীরা, যাঁরা স্বাস্থ্য পরিষেবার মূল কাঠামোটা ধরে রেখেছেন,
তাঁরা ক্রমশঃ জনরোষের শিকার হচ্ছেন।
এর ফলপ্রসূ প্রতিকার সুদুর
ভবিষ্যতের গর্ভে। অসহায় জনগন কিসের আশায় বূক বাঁধবেন?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।