বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমানবিক বোমা নিক্ষেপ, পরমাণু থেকে পারমাণবিক বোমা তৈরির ইতিহাস ও ফলাফল।


রঞ্জন মুখার্জি:চিন্তন নিউজ:৯ই আগস্ট:—হিরোশিমা এবং নাগাসাকি জাপানের এই দুটি দ্বীপে পরমাণু বোমার প্রথম সফল পরীক্ষা করে আমেরিকা।
পরমাণু থেকে কেমন করে পারমাণবিক বোমা বানানো হলো সে প্রায় অর্ধ শতাব্দীর এক ইতিহাস ।সেই ইতিহাস কে ফিরে দেখা :

সেই ইতিহাসের কালানুক্রমিক ঘটনাপঞ্জি ও নির্দেশিকা একবার দেখে নেওয়া যাক।
১৮৯৫: রঞ্জন কর্তৃক এক্স রে আবিষ্কার।
১৮৯৭ : বেকারেল কর্তৃক ইউরেনিয়াম রেডিয়েশন আবিষ্কার ।
১৮৯৮ :টমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কার ।
১৯০৫ : আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ।
১৯১০: প্লাঙ্ক ও বোহর কর্তৃক ওই থিওরির ব্যাখ্যা ।
১৯১৮ : রাদারফোর্ড কর্তৃক প্রোটন আবিষ্কার ।
১৯৩২: চ্যাডউইক নিউট্রনের অস্তিত্ব প্রমাণ করলেন।
১৯৩২: রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট হলেন।
১৯৩২: হিটলার জার্মানির সর্বময় কর্তা হলেন ।
১৯৩৪ : এনরিকো ফের্মি কর্তৃক ইউরেনিয়াম পরমাণু বিদীর্ণ ।
১৯৩৮ : বার্লিনে পরমাণু শক্তির সন্ধানে সম্মেলন।
১৯৩৮: ফের্মি নোবেল পুরস্কার নিয়ে সোজা আমেরিকায় ।
২২/১২/১৯৩৮: অটোহান পরমাণু বিভাজন এর তাত্ত্বিক ব্যাখ্যা দিলেন ।
০২/০৮/১৯৩৯: আইনস্টাইন রুজভেল্ট কে ঐতিহাসিক পত্র লিখলেন ।
০২/০৯/১৯৩৯:দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ১১/০৯/১৯৩৯: বার্লিনে ইউরেনিয়াম প্রকল্প জন্ম লাভ করল।
২৭/০৯/১৯৩৯: রুজভেল্টের ঐতিহাসিক আদেশ ” পা রিকোয়ার্স একশন”।
২২/০৬/১৯৪১ : “সোভিয়েত – জার্মান ” চুক্তি ভঙ্গ করে জার্মানির রাশিয়া আক্রমণ।
০৭/১২/১৯৪১: জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ ।
০৮/১২/১৯৪১ : অক্ষ শক্তির বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা ।
১৩/০৮/১৯৪২ : “মানহাত্তান প্রকল্পে” র জন্ম।
১৭/০৯/১৯৪২ : গ্রোভস ওই প্রকল্পের সর্বময় কর্তা হলেন । ১২/০৬/১৯৪৩ : ওপেনহাইমার সান ফ্রান্সিস্কো তে মিস্টার ট্যাটলক এর সঙ্গে সন্দেহজনকভাবে সাক্ষাৎ করেন ।২৬/০৮/১৯৪৪: বোহর রুজভেল্ট কে এটম বোমার ব্যবহার বিষয়ে সতর্ক করলেন।
১৫/১১/১৯৪৪: জেনারেল প্যাটন জার্মানির স্ট্রাসবার্গ দখল করলেন ।১১/০৪/১৯৪৫: রুজভেল্টের মৃত্যু। ১২/০৪/১৯৪৫ :ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট হলেন ।
২৫/০৪/১৯৪৫: এটোমিক ইন্টারিম কমিটি গঠন ।
৩০/০৪/১৯৪৫: বার্লিনের পতন ও হিটলারের আত্মহত্যা ।
জুন ১৯৪৫: এটম বোমা নিক্ষেপের বিরুদ্ধে ফ্রাঙ্ক রিপোর্ট দাখিল করা হবে।
১৬/০৭/১৯৪৫: ট্রিনিটি টেস্টে প্রথম এটম বোমার পরীক্ষা ।
১৬/০৭/১৯৪৫ : গ্রফস বেতারে ট্রুম্যান কে ওই সংবাদ জানালেন ।
১৭/০৭/১৯৪৫:পটাসডাম এ চার্চিল কে গোপনে ওই সংবাদে জানানো হলো ।
১৯/০৭/১৯৪৫: পটাসডাম এ ট্রুম্যান হোস্ট হিসেবে ভোজ দিলেন
১৯/০৭/১৯৪৫:স্টালিন হোস্ট হিসেবে ভোট দিলেন। ২১/০৭/১৯৪৫: পটাসডাম এ চার্চিল হোস্ট হিসাবে ভোজ দিলেন
২৪/০৭/১৯৪৫:ট্রুম্যান স্তালিনকে দ্বার্থবোধক ভাষায় এটম বোমার ইঙ্গিত দিলেন ।
২৪/০৭/১৯৪৫: ট্রুম্যান এটম বোমা নিক্ষেপের চূড়ান্ত আদেশ দিলেন।
২৬/০৭/১৯৪৫: মিত্র পক্ষ থেকে জাপানকে শেষ চরমপত্র ঘোষণা করা হলো।
২৬/০৭/১৯৪৫ : চার্চিল নির্বাচনে পরাজিত ও চার্চিলের পদত্যাগ।
০৬/০৮/১৯৪৫: হিরোশিমায় প্রথম এটম বোমার বিস্ফোরণ । ০৯/০৮/১৯৪৫: নাগাসাকিতে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ।
১১/০৮/১৯৪৫ : জাপানের আত্মসমর্পণ ঘোষণা।
।।।।।।।।।।।।।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।