জেলা

জলপাইগুড়ি সংবাদ


চিন্তন নিউজ:২১শে ডিসেম্বর:সঞ্জিত দে :— কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার দুইই মানুষের বিপদের কারন। এই দুই শক্তি কর্পোরেট মালিকদের দাসত্ব করছে তাদের খুশি করতে আইন করছে।মানুষকে বিপদ থেকে রক্ষা করতে এবং গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে লাগাতার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পথে রয়েছে লাল ঝান্ডা। সি পি আই (এম) জলপাইগুড়ি জেলা ২৫ তম জেলা সন্মেলন উপলক্ষে এই বার্তা ছড়িয়ে দিতে জোর কদমে প্রচার চলছে ধূপগুড়ি শহরে এবং বিভিন্ন গ্রাম গঞ্জের হাটে বাজারে। এই সাথে চলছে গন সংগ্রহ। সোমবার এবং মঙ্গলবার দুদিন শহরের হাসপাতাল গেট বাজার কৃষি নিয়ন্ত্রিত বাজার মোর বাস স্ট্যান্ড চৌপথিতে পথ সভা হলো।প্রচারের দ্বায়িত্ব কাঁধে নিয়েছে মুলত যুবকরাই।সাথে পার্টি নেতৃত্ব থাকছেন।আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর জেলা সন্মেলন অনুষ্ঠিত হবে কমিউনিটি হলে। সন্মেলন উপলক্ষে এই কমিউনিটি হল চত্বরের নামকরণ করা হয়েছে তেভাগা ঐতিহ্য নগর এবং মঞ্চের নামকরণ করা হয়েছে সদ্য প্রয়াত জেলার চা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা বাবুলাল গোপের স্মরনে।ইতি মধ্যে সমগ্র ধূপগুড়ি শহর জুড়ে দেওয়াল লিখন ব্যানার পোস্টারে লাল পতাকায় সেজে উঠেছে। শহরের বুক চিরে যাওয়া সবকয়টি জাতীয় সড়ক রাজ্য সড়ক ধরে কয়েক কিলোমিটার লাল পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। দুদিনের পথ সভাগুলিতে বক্তব্য রাখেন নির্মাল্য ভট্টাচার্য নূরআলম জয়ন্ত মজুমদার প্রমুখ। ধূপগুড়ি সদর এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন শহরের সব বাড়িতে এবং বাজারে দোকান দারদের কাছে গিয়ে সাহায্য চেয়েছি মানুষ ভালো সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। গ্রাম এলাকা গুলিতেও সাড়া মিলছে।ধূপগুড়ি পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক মনমোহন রায় বলেন গ্রামের সব হাট বাজারে গিয়ে প্রচার করছি এবং সাহায্য চাইছি।সব মানুষ আমাদের হাত বাড়িয়ে দিয়েছে। জেলা সন্মেলনের প্রচার সাব কমিটির আহ্বায়ক কৌশিক দাম জানান আমরা শহর গ্রাম সব লাল ঝান্ডা ফেস্টুন লাগিয়েছি।গত রবিবার বাইক মিছিল হয়েছে দু’দিন পথ সভা হলো। সন্মেলন শুরুর আগের দিন ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শহরে মশাল মিছিলে অংশ নেবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী

শুভাশীষ রায় জানাচ্ছেন:– সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির ২৫ তম সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে, অস্বাভাবিক দ্রব্যমূল্যবৃদ্ধির বিরুদ্ধে, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এর গৌরী হাটে মিছিল করে সিপিআই
(এম) কর্মীরা। মিছিল থেকে কলকাতা কর্পোরেশন নির্বাচনে শাসকদলের ভোটলুটের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন পার্টিনেতা তপন গাঙ্গুলী, আজম আলী আব্বাস, রঘুনাথ মজুমদার, শুভাশিস সরকার, মধুসূদন ঘোষ, সুভাষ দেব প্রমূখ।

আগামী ২৫- ২৬ শে ডিসেম্বর জেলার ধূপগুড়ির শহরে তেভাগা ঐতিহ্য নগর এবং বাবুলাল গোপ মঞ্চে পার্টির ২৫ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন হবে । সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে ধুপগুড়ি শহর। এদিনের মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন পার্টির জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তপন গাঙ্গুলী ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।