জেলা

প্রদীপের নীচেই অন্ধকার।


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৮/০৯/২০২৩:– সুন্দর সুন্দর কারুকার্য ও আলোকসজ্জায় সেজে উঠছে দুর্গাপুর ইস্পাত নগরীর সব রোটারি। এরকমই একটি রোটারি কনিষ্ক মোড়ের রোটারি, দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ইস্পাত নগরীতে প্রবেশ পথ। রোটারির পাশেই ধসে গেছে সড়ক। জলে ভর্তি গর্ত। রাস্তার নিচে নিচে সেই ধস কত দূর গেছে সেই আতঙ্কে এলাকাবাসী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।