রাজ্য

।। বড়ো কঠিন সময় ।।


বিশেষ প্রতিবেদন :সুজাতা ভট্টাচার্য, দুর্গাপুর :চিন্তন নিউজ:২৭/০৯/২০২৩:- একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি আমরা। একদম মাটির অভিজ্ঞতা , আমাদের বাড়ির যে দিদি কাজে সাহায্য করেন তাঁর অভিজ্ঞতা থেকে। বর্ধমানের রাইস মিল (rice mill) গুলো নিঃশব্দে চলে যাচ্ছে আদানিদের হাতে ।যে খেটে খাওয়া মানুষ গুলো রাস্তায় বা রাস্তার পাশে চাল শুকনোর কাজ করতো তাদের আজ কয়েক বছর দেখা যায় না। পুজোর বাজার অনলাইন এ সেরে নিচ্ছেন বহু মানুষ। বিশাল কুমির কর্পোরেট সংস্হা গুলো আলপিন থেকে elephant..দখল করছে সব।স্কুল (School) এর গুরুত্ব কমিয়ে দিতে চাইছে..পড়াশোনা অ্যাপ (app) নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Artificial intelligence) এর ব্যাপক প্রয়োগ সরকারের ব্যয় কমাবে আর নিয়োগের পরিসর সংকুচিত করবে…
এই ভয়ংকর পরিস্থিতি যার মুখোমুখি হতে শুরু করে দিয়েছি আমরা এর থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতেই হবে।ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট (Infrastructural development) এর কাজ সরকারের হাতে থাকলে নিয়োগের সম্ভাবনা বেড়ে যায় অনেক খানি। লাগাতার চাপ বজায় থাকুক সরকারের উপর। জন্ম নিয়ন্ত্রণে সরকারের সদর্থক ভূমিকা থাকুক (কদর্য রাজনীতি থেকে সরে এসে)।ক্ষুদ্র কুটির শিল্পর বিকাশ,অল্প সুদে ঋণ,যে কোনো কাজ ছোট করে দেখার মানসিকতা বর্জন (বিদেশের মতন),ফলিত গবেষণার সুযোগ প্রসারিত হোক যা কর্ম সংস্থানের সুযোগ বাড়াতে পারে অদূর ভবিষ্যতে… পড়াশোনা হোক দক্ষতা বৃদ্ধির অনুকূল…নম্বরের চাষ নয়।Artificial intelligence কিছুতেই যেনো আত্ম ধ্বংসী না হয়ে ওঠে। ডায়েটেশিয়ান কোর্স,জিম… খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে আরো বিনিয়োগ.পারফর্মিং আর্ট..(performing art) এর বিভিন্ন ক্ষেত্র কে আরো patronize করা…আরও অনেক পথ খুলে যায় সরকারের সদিচ্ছা থাকলে।তা হবে আমাদের সংগঠিত ইচ্ছের জোর থাকলে…মিডিয়া কর্পোরেট উড়ে যাবে পাবলিক নেশা খোরের মতো ঝিমিয়ে না থেকে একবার জেগে উঠলে..


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।