খেলাধূলা

ভারতীয় বংশোদ্ভুত সরপ্রীতের অভিষেক বায়ার্নে


মীরা দাস, চিন্তন নিউজ, ১৭ ডিসেম্বর: এই প্রথম কোনো  ভারতীয় বংশোদ্ভুত  ফুটবলার বায়ার্ন মিউনিখের  হয়ে  খেললেন। ২০ বছরের তরুন ফুটবলার  সরপ্রীত বায়ার্নের  নজরে ছিলেন। এই  তরুন  অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলানোর সিদ্ধান্ত  নেন  অন্তর্বতীকালীন  কোচ  হান্স ডিয়েটর  ফ্লিক, কারন  ব্রায়ানের  একঝাঁক খেলোয়াড় চোটের  কারনে ম্যাচের  বাইরে।

কিংসলে কোমান, কোরেন্টিন  টোলিসো চটের কারনে এবং কার্ড সমস্যার  জন্য ম্যাচের বাইরে থাকতে হয়েছে। দুর্বল  প্রতিপক্ষের বিরুদ্ধে আধডজন  গোলে এগিয়ে যাওয়ার পরই কুটিনহোরন বদলি হিসাবে খেলার সুযোগ পান  সরপ্রীত।

বায়ার্ন  নজরে রেখেছিল  সরপ্রিতকে যখন  তার বয়স মাত্র  এগারো বছর। ২০১৮ – ১৯  মরশুমে  অস্ট্রেলিয়ার এ – লিগে  ভালো পারফরম্যান্স  নজর টানে বায়ার্ন  স্পটারদের।  আর এই প্রথম মরশুমেই  প্রথম  একাদশে  খেলার  পেলেন ভারতীয় বংশোদ্ভুত ২০ বছরের এই তরুন  ফুটবলার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।