জেলা রাজ্য

রোদ, ঝড়, বৃষ্টিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ” মেডিকেল মোড় ইউনিট কমিটি মানুষের স্বার্থে রাস্তাতে


মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২৩শে মে:- রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন ” ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ” মেডিকেল মোড় ইউনিট কমিটি প্রতিদিনের মতো রাস্তায় থাকে , ঠিক সেই সময় রাস্তায় থাকে যখন করোনা নামক বিশেষ পরিস্থিতিতে প্রচুর মানুষ অভুক্ত দিন কাটাতে বাধ্য হয় তখন কমিউনিটি কিচেন সেন্টার চালু করে প্রতিদিন ৪০০-৫০০ মানুষকে খাবার পৌঁছে দিতে বদ্ধপরিকর ডি ওয়াই এফ আই , এবং তাদের জোটসঙ্গী দীর্ঘদিনের আন্দোলনের ফসলে তৈরি যারা সেই গণ আন্দোলনের নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মেডিকেল মোড় শাখা।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মেডিক্যাল মোড় শাখা কমিটি এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মেডিক্যাল মোড় শাখার ব্যবস্থাপনায় কমিউনিটি কিচেন এর অষ্টম দিনে বৃষ্টি উপেক্ষা করে মাছের ঝোল ভাত নিয়ে পৌছে গিয়েছিল কওয়াখালি নিমতলা এলাকায় । ৪০০জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় খাওয়ার। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড মিরা দে, শাখা সম্পাদক সুকান্ত ঘোষ সহ অন্যান্য কমরেডরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।