গোপা মুখার্জি:চিন্তন নিউজ:১৮ই মার্চ:–গরম আবহাওয়ায় করোনা ভাইরাসের মৃত্যু ঘটবে এরকম ভাবার কোনো কারণ নেই ।জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু’ এর মতে এপ্রিল-মে মাসে গরম আবহাওয়াতেও ভারতে কোভিট-১৯ এর দাপট বাড়তে পারে ।গরম এবং আর্দ্র জলবায়ুতে বিস্তার ঘটতে পারে এই ভাইরাসের ।সংস্থা আরও জানিয়েছে যদিও বা গরম আবহাওয়ায় করোনা ভাইরাসের শক্তি কিছুটা কমে যায় তবুও আশঙ্কা করা হয়েছে সামনের শীতে আবার স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটতে পারে এই তীব্র ছোঁয়াচে ভাইরাসের । কারণ স্বরূপ বলা হয়েছে ২০০৯ সালে হিনি প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এখনো পর্যন্ত জিইয়ে আছে।
কাজেই প্রাথমিক লক্ষণগুলি যেমন —-জ্বর, সর্দি , হাঁচি, কাশি গলাব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ‘কোয়ারিনটিন’ এ রাখা এবং ঘন ঘন হাত ধোওয়া, মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে । এই ভাইরাসের এখনও কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি । তাই আগামী শীতকাল পর্যন্ত জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।