কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:- বাঁকুড়ার বরজোড়ায় প্রধান বাজার আজ বিকেলে হঠাৎ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। বহু মানুষের জীবিকার সম্বল নিঃশেষ। লকডাউন এর পরে মানুষগুলো অদম্য মনবল আর অমানুষিক পরিশ্রমকে সম্বল করে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করার সুযোগটুকুও হারালো।
একদিকে একধরনের জমি ও কাঠ মাফিয়া হয়তো বা অন্যদিকে লক ডাউনে আর্থিক ভাবে বিধবস্থ ছোট ব্যাবসায়ী প্রায় দিন আনা দিন খাওয়া দশা যাদের। এই বিধ্বংসী কাজের জন্য হয়তো দায়ী। যে নীতিতে চলছে এ রাজ্যের তথা দেশের সরকার তাতে হয়তো এই ধরনের আরও অনেক অনৈতিক কাজের ঘটনা ঘটবে।
বরজোড়া কেন্দ্রের সিপিআই(এম) এর প্রতীকে জেতা লড়াকু নেতা বিধায়ক সুজিত চক্রবর্তী, পার্টি নেতা সুজয় চৌধুরী ও অন্যান্য বাম নেতৃত্ব খবর পেয়ে বিপন্ন মানুষের কাছে ছুটে গিয়েছেন। তাঁরা বলেন, দমকলে খবর দেওয়ার এক ঘন্টা পর দমকল বাহিনী আসে ঘটনাস্থলে। এই জেলার শুশুনিয়া পাহাড় এখনও জ্বলছে। তারমধ্যে এই অগ্নিকান্ড। মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে।