জেলা রাজ্য

জলপাইগুড়িতে সবজির দাম পাচ্ছেন না কৃষকেরা


মিতালী সরকার: চিন্তন নিউজ:৪ঠা মার্চ:– সবজি উৎপাদনের সাপেক্ষে উপযুক্ত মূল্য পাচ্ছেন না সবজি উৎপাদনকারী কৃষকেরা। এই সমস্যা পশ্চিমবঙ্গের সর্বত্র। বিশেষ করে জলপাইগুড়ি জেলার কৃষকদের অবস্থা শাঁখের করাতের মত। তারা বিপুল সুদের বিনিময়ে যে ঋণ নিয়ে ফসল ফলান, তার উপযুক্ত মূল্য না পেয়ে তারা হতাশায় ভুগছেন। এমন কি যে কোনো মুহূর্তে আত্মহত্যার পথ অবলম্বন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

এর মূল কারণ কৃষিজাত পণ্যের উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা নেই জলপাইগুড়ি জেলাতে। বাড়তি উৎপাদনের বাজার মূল্য না পাওয়ায়, সংরক্ষিত করতে না পেরে তাদের সেই সব সবজি মাঠেই নষ্ট হয়ে যায়। জলপাইগুড়ি জেলাতে পর্যাপ্ত পরিমাণে সরকারী ব্যবস্থাপনায় ” হিমঘর” থাকলে কৃষক তার উৎপাদিত সবজি সংরক্ষণ করতে পারতেন, তাহলে এত ক্ষতির সম্মুখীন হতে হোতো না।

লাভজনক দাম তো দূরের কথা, উৎপাদন খরচও ওঠে না। এমন কি প্রায়শই দেখা যায় সবজি বাজারে নিয়ে আসার পরিবহণ খরচ টুকুও পর্যন্ত উঠে আসে না। তাই তারা বাধ্য হন ফসল নষ্ট করতে। সবজি চাষীদের বাঁচাতে তাই জলপাইগুড়ি জেলাতে সরকারী ব্যবস্থাপনায় প্রচুর সংখ্যক সবজির হিমঘর তৈরী না হলে কৃষকদের এই দূর্দশার শিকার হতেই হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।