আসাম থেকে চিন্তন সংবাদদাতা সীমা বিশ্বাস:চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:– আজ ১৯ এপ্রিল ২০২১, ১৯৮৩ সনের এই দিনটিতে দুই তরুণ ছাত্রকে আর এস এস মদতপুষ্ট উগ্র জাতীয়তাবাদী জল্লাদ বাহিনী নৃশংস ভাবে আসামের পাঠশালা শহরের রাস্তায় ‘জয় আই অসম’ ধ্বনি দিয়ে হত্যা করে। তাদের অপরাধ ছিল যে তারা বিদেশি বিতাড়ন আন্দোলনের বিরোধিতা করেছিল। এই দুই ছাত্র অনিল পাঠক এবং কৈলাশ শর্মা ছিল এস এফ আই এর সদস্য। উগ্র জাতীয়তাবাদীরা এস এফ আইকে বাঙালির দালাল, কমিউনিস্টদের দালাল বলে নানা ভাবে আক্রমণ চালাতো।
১৯৮০,৮২,৮৩ সন আসাম বিদেশী বিতাড়ন আন্দোলনে উত্তাল। ৫৩ জন সি পি আই এম সদস্যর মৃত্যু হয়েছিল। তারমধ্যে ৫১ জন অসমীয়া ভাষী। বিদেশি চিহ্নিত করণের জন্য ১৯৫১ সনের আইনের তারা বিরোধিতা করেছিল।
আসামের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ঐক্য সংহতি রক্ষার স্বার্থে অনিল পাঠক এবং কৈলাশ শর্মার আত্মত্যাগকে স্মরণ করে আসামের শান্তি সম্প্রীতি রক্ষা করতে সঙ্কল্প গ্রহণ করেছে বামপন্থী দলগুলো।