জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৯ এপ্রিল -গতকাল ১৮ এপ্রিল : ভাতার বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই(এম) প্রার্থী কমরেড নজরুল হক সমর্থনে কুড়মুন দীঘির পাড়ে নির্বাচনী জনসভা হয়, মুখ্যবক্তা ছিলেন যুব নেতা কমরেড শতরুপ ঘোষ। ভাতার বাজারে রবীন্দ্রপল্লী মাঠে সমাবেশ হয়,সভাপতিত্ব করেন সুভাষ মন্ডল। বক্তব্য রাখেন প্রার্থী নজরুল হক, কংগ্রেস নেতা ডক্টর সুদীপ মজুমদার । মুখ্যবক্তা ছিলেন রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র ।

কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই(এম) প্রার্থী মিজানুল কবীর (ধীরাজের) সমর্থনে কান্দরায় সমাবেশ হয়। মুখ্যবক্তা ছিলেন মহম্মদ সেলিম। আরো বক্তব্য রাখেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, কংগ্রেস নেতা ফিরদৌস মিঞা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাধনা মল্লিক। সভাপতিত্ব করেন তমাল মাঝি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।