দেশ

নিজের ক্ষেত্রে পারেন নি, মেয়ের শংসাপত্রে ধর্ম না জানানোর অনুমতি পেলেন


মীরা দাস: চিন্তন নিউজ: ৯ই জুলাই:– আমেদাবাদের রাজবীর উপাধ্যায় ধর্ম মানেন না, জাত মানেন না, তাই নিজের পরিচয় থেকে এসব চিহ্ন বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু পারেন নি, প্রশাসন বাধা হয়ে দাঁড়ায়। সেই অদম্য জেদ ছিল মনে। কিন্তু মেয়ের ক্ষেত্রে সফল হলেন তিনি। তাঁর মেয়ের শংসাপত্রে ধর্মের জায়গায় ফাঁকাই থাকলো। রাজবীর পেশায় অটোচালক। ২০১৫ সালে নিজের নাম মুছে ফেলতে চেয়েছিলেন সমস্ত শংসাপত্র, নথিতে তাঁর পরিচয় হোক ” আর ভি ১৫৫৬৭৭৮২০”…আর ভি তাঁর নাম পদবীর আদ্যক্ষর। আর ঐ সংখ্যা তাঁর মাধ্যমিকের ‘ এনরোলমেন্ট নং ” ।

তিনি বলেছিলেন যেখানে তিনি ধর্মনিরপেক্ষ সেখানে তিনি কেন ধর্মের চিহ্ন বহন করবেন? ২০১৭ সালে গুজরাট সরকার কে চিঠি লিখে জানিয়েছিলেন, আমি যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ ” ।এই দেশের আইন আমাকে ধর্মনিরপেক্ষ হতে বাধা দেয় না। আমি আমার নাম লিখলেই সকলে আমার ধর্ম, জাতি, বুঝতে পারেন, এটাই আমি বন্ধ করতে চাই ,গুজরাট সরকার সেই আবেদন মানেনি। এবার তিনি মেয়ে আকাঙ্খা কে জাতি, ধর্মের ভার থেকে মুক্ত করার জন্য উঠে পড়ে লাগেন। তিনি প্রশাসনের সব কটি দরজায় ধাক্কা দেন। আমেদাবাদের জেলাশাষক, এবং গুজরাটের মুখ্য মন্ত্রী বিজয় রুপানি কে চিঠি দেন। তুলে ধরেন তামিল নাড়ুর আইনজীবী নেহার অনুষঙ্গ এবং নেহা ও প্রচুর খেটে সমস্ত সরকারী নথীতে ধর্মের উল্লেখ না করার অনুমতি পান, এবার পেলেন উপাধ্যায়। তাঁর মেয়েকে, সরকারী বা বেসরকারী আবেদন পত্র বা শংসাপত্রে ধর্মের উল্লেখ করতে হবে না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।