রাজ্য

ইংরেজবাজার পৌরসভার মহানন্দার পার ধরে চলছে বেআইনি নির্মাণ, প্রশাসন নির্বিকার


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১লা জুলাই:– পুরাতন মালদার ইংরেজবাজার পৌরসভার মহানন্দার পার ধরে বিঘের পর বিঘে জমিতে জমি মাফিয়ারা থাবা বসিয়েছে। কোন কাগজপত্র ছাড়া বিঘের পর বিঘে জমি বিক্রি হয়ে যাচ্ছে। আর সেখানেই উঠছে পাকা বাড়ি। পুরাতন মালদার পৌরসভার অন্তর্গত ২০ নং ওয়ার্ড ছাড়াও নদীর পাড় ধরে চলছে বেআইনি নির্মাণ। স্থানীয় লোকজনের অভিযোগ প্রশাসন কে জানিয়েও কোনো রকম লাভ কিছু হচ্ছে না বরং আরও বেশি তড়িঘড়ি জমি বিক্রি হয়ে যাচ্ছে। বিঘা প্রতি এক থেকে তিন লক্ষ টাকা দরে বেআইনি ভাবে জমি বিক্রি হচ্ছে।ঐ অঞ্চলের মানুষের অভিযোগ অবৈধ ভাবে নির্মাণ কাজ শুরু হলেও কোন এক অজানা কারণে প্রশাসন নীরব। প্রশাসনের চোখের সামনে এমন বেআইনি কাজ চলছে তবু প্রশাসন নীরব। উপরন্তু বেআইনি নির্মাণ কাজ বন্ধ করার বদলে পৌরসভার তরফে বসিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রিক পোল।

এই বেআইনি নির্মাণ কাজ এর সাথে বহু রাঘববোয়াল জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুরাতন মালদার পৌর প্রসাশক তৃনমুল কংগ্রেস এর কার্তিক ঘোষ জানিয়েছেন যে মাইকিং করে বেআইনি নির্মাণ বন্ধ করা হবে। কিন্তু এভাবে এতদিন ধরে এই কাজ চলছে তবু প্রশাসন কেন কোন ব্যবস্থা গ্রহণ করে নি এখন এটাই লাখ টাকার প্রশ্ন। স্থানীয় লোকজন মনে করছেন সঠিক তদন্ত করা হলে কারা কারা এই দুষ্কর্ম এর সাথে যুক্ত তা অবশ্যই সবার সামনে আসবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।