রাজ্য

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে যৌবনদীপ্ত বাহিনীর সুশৃঙ্খল বাইক মিছিল দেখল ধূপগুড়ি


সঞ্জিত দে : চিন্তন নিউজ:১৬ই জানুয়ারি:- শনিবার সকালে প্রবল শৈত্য প্রবাহের মধ্যেই ছাত্র যুব দের সুবিশাল মিছিল ধূপগুড়ি বিধান সভা এলাকার পঞ্চাশটির বেশি বুথের শতাধিক গ্রাম ঘুরে এই মিছিল দাবি জানালো শিক্ষা চাই কাজ চাই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল কে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে হবে ধূপগুড়িকে মহুকুমা করতে হবে।

হাড় কাঁপানো কনকনে ঠান্ডা উপেক্ষা করে যৌবনদীপ্ত বাহিনীর সুশৃঙ্খল মিছিল দেখল ধূপগুড়ি। জনগনের দাবি, যুব সমাজের দাবি, ছাত্রের দাবি নিয়ে এই বাইক মিছিল হয় এসএফআই ডিওয়াইএফআইয়ের উদ্যোগে। পতাকা তুলে সংক্ষিপ্ত বক্তব্য রেখে শুরু করেন ডি ওয়াই এফ আইয়ের জেলা সম্পাদক প্রদীপ দে, প্রাক্তন যুব নেতা মুকুলেশ রায় সরকারসহ অনান্য ছাত্র যুব নেতৃত্ব। শহরের বিভিন্ন পথ ঘুরে গাদং ১ ও ২ সাকোয়াঝোরা ১ ও ২ ঝার আলতা ১ ও ২ শালবাড়ি ১ ও ২ মাগুরমারি ১ ও ২ এবং বারোঘড়িয়া গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরে ধূপগুড়ি পৌরসভার ১৬ টি ওয়ার্ড ছুয়ে সন্ধ্যার পর যুব অফিসের সামনে শেষ হয়। গ্রামের কৃষি এলাকা চা বাগান বনবস্তি দিয়ে মিছিল যাবার সময় প্রচুর মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে ছাত্র যুবদের উৎসাহ দেন।গয়েরকাটা ও ডাউকিমারিতে বিরতি দিয়ে কিছু সময় সভা করে দাবিগুলির ব্যাখ্যা করে যুব নেতৃত্ব। মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জেলা সভাপতি নূর আলম নির্মাল্য ভট্টাচার্য, কৌশিক দাম, ছাত্র নেতা আনোয়ার হোসেন প্রমুখ। নূরআলম জানান আগামী ২১ শে জানুয়ারি জেলা শাসকের অফিস অভিযান ও ১১ ফেব্রুয়ারী নবান্ন অভিযানের প্রচার করা হয় এই মিছিল থেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।