রাজ্য

‘মানবিক প্রয়াস’-এর মানবিক দায়িত্ববোধ


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৩০শে এপ্রিল:- “মানবিক প্রয়াস “একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি পালন করে থাকে। বিশ্ব মহামারী করোনাতে আমাদের রাজ্য এবং দেশে লকডাউন ঘোষণা হওয়ার দিন থেকে প্রথমে ২০০থেকে আড়াইশো জন মানুষকে রান্না করা খাবার পৌঁছনো দিয়ে শুরু করে আজ পর্যন্ত প্রায় প্রতিদিন ৬০০ মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এবং সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এ প্রচেষ্টা চালিয়ে যাবার ।,

পাশাপাশি শিলিগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ড , ফুলবাড়ী ১ নং অঞ্চল , ফুলবাড়ী ২ নং অঞ্চল , ডাবগ্রাম ২ নং অঞ্চল , মাটিগাড়া এক নং অঞ্চল শিবমন্দির – বাগডোগরা মিলিয়ে গতকাল পর্যন্ত 380 পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এবং আজ ফুলবাড়ী দুই নং অঞ্চলের পুটিমারি এলাকার একটি চা বাগানে ৫০ টি আদিবাসী চা শ্রমিক পরিবারকে মধ্যাহ্নভোজ করানোর পাশাপাশি ত্রাণ সামগ্রী বন্টন করা হয় , মূলত মাটিকাটা নকশালবাড়ি , খড়িবাড়ি , শিলিগুড়ি বিধান সভা এবং ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এই চারটি বিধানসভা এলাকায় এই সংগঠন কাজ করলেও রাজ্যের বিভিন্ন জেলাতে এই সংগঠনের সদস্যরা রয়েছেন তাদের মিলিত প্রচেষ্টা এবং বেশ কিছু শুভানুধ্যায়ী মানুষও সংগঠনের প্রচেষ্টায় এই কাজকর্ম সংগঠনের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে।

‘মানবিক প্রয়াস’ সংগঠনের পক্ষ থেকে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন- মিঠুন ভট্টাচার্য, সভাপতি , মানবিক প্রয়াস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।