চিন্তন নিউজ:১২৩শে ডিসেম্বর:- লাল্টু ঘোষ – এস এফ আই ৫০ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ হাওড়ার সাতাশী ধাড়সা জগাছা ইউনিটের ছাত্র ছাত্রীরা । হাওড়া জেলা যুব ফেডারেশনের সদস্য সংগ্রহের কাজ অব্যাহত।
রাকেশ দাশ এর রিপোর্ট- বি গার্ডেন এরিয়া কমিটির সুকান্ত আবাসন শাখায়, হাড়হিম করা ঠান্ডায় দিল্লির কৃষক আন্দোলনে মৃত শ্রমিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান আবাসনের বর্ষীয়ান কমরেড বৈদ্যনাথ মুখোপাধ্যায় ।
অঙ্কন রক্ষিত জানিয়েছেন, রক্ত দান শিবিরের প্রস্তুতি পর্বে বি,গার্ডেন গণনাট্য প্রত্যাশা শাখার কর্মীরা ।