জেলা

বাঁকুড়া জেলার টুকরো খবর।


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২০শে আগস্ট:- করোনা আক্রান্তের অন্ন সংস্থানে বাম ছাত্র যুবরা। করোনা আক্রান্ত পরিবারকে বিনামূল্যে অন্ন যোগাচ্ছে বাঁকুড়ার সোনামুখী শহরের বাম ছাত্র যুবদের উদ্যোগে পরিচালিত লাল মাটির রান্নাঘর! পনের সদস‍্যের একটি পরিবার যাঁদের চার সদস‍্য শিশু। শহরের অত‍্যন্ত গরীব এই পরিবারের দুইজন সদস‍্য কোভিড-১৯ আক্রান্ত। প্রশাসনের কাছে দরবারের পরও প্রশাসন উদাসীন। অপরদিকে প্রচারে আতঙ্কিত প্রতিবেশীদের অবহেলায় দিশেহারা পরিবারের পাশে আস্থার প্রতীক হয়ে পাশে দাঁড়ালো শহরের বামপন্থী ছাত্র-যুব সংগঠনের সদস‍্যরা।

ক্ষুদিরাম কে জি-৫ এর অপমানের প্রতিবাদে তীব্র ধিক্কার।মঙ্গলবার সকালে বাঁকুড়া জেলা যুবলীগের ডাকে সংগঠনের কর্মীরা বাঁকুড়া শহরের নতূনগঞ্জ এলাকায় ক্ষুদিরাম বোসের মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করেন। জি-৫ এর ওয়েব সিরিজ অভেয়-২এ বৃটিশ বিরোধী লড়াইয়ে শহীদ ক্ষুদিরাম বোসকে মোষ্ট ওয়ান্টেড ক্রিমিনাল অব ইন্ডিয়া হিসেবে দেখানোয় তীব্র ঘৃণা ও ধিক্কার জানানো হয়। এই কর্মসূচী থেকে জি-৫ কে হুঁশিয়ারি দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।