জেলা

অরণ্য সপ্তাহ পালনে হাওড়া জেলা——


চিন্তন নিউজ :পঞ্চানন ঘোষাল: ২২শে জুলাই:/- বি.গার্ডেন-বকুলতলা বিজ্ঞান চক্রের পক্ষ থেকে ১৭ ই জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন করে ৪০০ জন ব‍্যক্তি এবং ১০ টি ক্লাবকে মোট ৮৫০ টি চারাগাছ প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে একবছর পর সংশাপত্র দেওয়ার কথা বলা হয়।

আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান চক্রের(শিবপুর অঞ্চল) উদ্যোগে পরিবেশ দূষণ প্রতিরোধে অরণ্য সপ্তাহে ১৮ ই জুলাই শিবতলায় ক‍্যাম্প করে ১৭৫ জন এবং ৫ টি ক্লাবকে রেজিস্ট্রেশন করে মোট ২৫০ টি চারাগাছ প্রদান করা হয়। সঠিক পরিচর্যার জন্য একবছর পর প্রত‍্যেককে সংশাপত্র দেওয়ার কথা বলা হয়। পরিবেশ দূষণ ও কোভিড সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে বক্তব‍্য রাখেন সমীর রায়চোধুরী,শঙ্কর মুখার্জী ও দীপঙ্কর মুখার্জী। আগামী শনিবার খালি জমিগুলিতে ৫০ টি চারাগাছ রোপন করার কথা ঘোষনা করা হয়।

ডোমজুড় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চারাগাছ প্রদান কর্মসূচি পালিত হয়।

আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ,উত্তর হাওড়া বিজ্ঞান চক্রের উদ্যোগে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে সালকিয়া সবুজ সংঘ প্রাঙ্গণে বৃক্ষচারা রোপন ও বিভিন্ন ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন এবং আগ্রহী নাগরিকদের হাতে বৃক্ষচারা প্রদান করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।