জেলা

কলকাতা


চিন্তন নিউজ- ২৪শে ফেব্রুয়ারি:– গৌতম প্রামানিক—-সিপিআই(এম) চৌরঙ্গী ২ এরিয়া কমিটির অন্তর্গত ৪৯,৫০ নম্বর ওয়ার্ডে মিছিল ও ৫১ নম্বর ওয়ার্ডে পথসভা হলো।
কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, ভোট কি হবে জানিনা, কিন্তু, অর্থ সংগ্রহ! ব্রিগেড প্রচার! সবেতেই মানুষের শারীরিক ভাষা তাৎপর্যপূর্ণ! কারণ, জনসাধারণের মধ্যে আফসোসের একটা শারীরিক ভাষা লক্ষ করা যাচ্ছে। যা আগামী নির্বাচনে একটা বার্তা বলতেই পারা যায়।
মানুষের মধ্যে এই মানসিকতাই বামপন্থী গণসংগঠন গুলোর মধ্যে বাড়তি উদ্যোগ যোগাচ্ছে। যাইহোক এই অঞ্চলের কর্মীদের আরও বাড়তি দায়িত্ব এসেছে শিয়ালদহ স্টেশন ক্যাম্প! ঐ ক্যাম্পের দায়িত্ব চিরকালই এই অঞ্চল কাঁধে নেয়। আগের দিন থেকে ভোর থেকে ২৮ ফেব্রুয়ারি মাঝ রাত পর্যন্ত। সাথে দূরদুরান্তের আগত সমাবেশে যোগদানকারী কমরেডদের জলযোগের ব্যবস্থা। ইতিমধ্যেই বাড়ি বাড়ি বলে আসছেন কমরেডরা রুটি, আলুভাজা সহযোগে একটা করে মিষ্টি। পালা করে নেতৃত্বের বেঁধে দেওয়া সময় মেনে কমরেডদের ক্যাম্পের দায়িত্ব পালন। সবটাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে হচ্ছে ও চলছে। এখন শুধু উৎসুক হয়ে অপেক্ষা ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে সকলের সাথে দেখা হচ্ছে। আসুন আপনি, পরিবার ও বন্ধুদের সকলকে নিয়ে আসুন।

দেবী দাস জানান, – ভারতের কমিউনিস্ট পার্টি (মা) উদ্যোগে ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেডের ডাকে দেওয়াল লেখা হলো পশ্চিম (১) এরিয়া বেহালা ১৩২নং ওয়ার্ড ২নংশাখা।

ব্রিগেড সমাবেশের সমর্থনে আজ ভারতের কমিউনিস্ট পার্টির (মা) বেহালা পশ্চিম (১) এরিয়া কমিটির উদ্যোগে বেহালা থানার সামনে পথসভা হয় উপস্থিত ছিলেন এরিয়া সম্পাদক মহ সাবির,সদস্য ও সাধারণ মানুষ। বক্তব্য রাখছেন রত্না রায় মজুমদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।