কলমের খোঁচা

‘কত অজানারে’–ক্যালিফোর্নিয়া অঞ্চলের কাঠঠোকরার এক বিচিত্র খাদ্য সঞ্চয় পদ্ধতি।


মামনি দাস: চিন্তন নিউজ:০৮/০৪/২০২৩:- নিস্তব্ধ দুপুরের ঠকঠক্ আওয়াজ কাঠঠোকরার উপস্থিতি জানিয়ে দেয় । শক্ত ঠোঁটের সাহায্যে গাছের গায়ে গর্ত করে পোকামাকড় খেয়েই বেঁচে থাকে সুন্দর দেখতে এই পাখিরা । শক্ত ছেনির মত ঠোঁটই বেঁচে থাকার একমাত্র অবলম্বন । আবার অনেক সময় এই ঠোঁটই কাজে লাগে শক্ত খোলার ফল’কে ভেঙে খেতে । ক্যালিফোর্নিয়া অঞ্চলে দেখা যায় কাঠঠোকরার এক বিচিত্র খাদ্য সঞ্চয় পদ্ধতি । সেখানে কাঠঠোকরাকে দেখা যায় শষ্যাগার বানাতে । শুকনো গাছের গুঁড়িতে অজস্র গর্ত করে, সেখানে ওক গাছের ফল সংগ্রহ করে রাখে ,অসময়ের জন্য । প্রানীজগতে খাদ্য সংগ্রহ করা নতুন কিছু নয় । কিন্তু যে পদ্ধতিতে কাঠঠোকরা খাদ্য সংগ্রহ করে তা নিঃসন্দেহে অভিনব ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।