চিন্তন নিউজ:২৫শে অক্টোবর:- পরিমল বাবুর রিপোর্ট:- সিপিআইএম হুগলি এরিয়া কমিটির উদ্যোগে বালিরমোড় বিজয়কৃষ্ণ মোদক ভবনের সামনে প্রতিবছর এর মতো এবারও প্রগতিশীল ও মার্কসীয় বুকস্টল করা হয়। বিভিন্ন উৎসব কে কেন্দ্র করে পার্টির উদ্যোগে অস্থায়ী বুকস্টলগুলি বর্তমান সময়ে রাজনৈতিক সাহিত্য চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠে।এই বছর অতিমারির প্রভাবে পুস্তক সংগ্রহ করার ক্ষেত্রে সমস্যা হলেও কমরেড দের সদিচ্ছায় কিছু পুস্তক নিয়ে ষষ্ঠীর সন্ধ্যা থেকে নবমীর রাত পর্যন্ত শারদীয়া বুখস্টল চলছে।।পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোদীপ ঘোষ ষষ্ঠীর দিন উপস্থিত ছিলেন।। স্থানীয় নেতৃবৃন্দ রাও বুকস্টল এ আসছেন।। পথচলতি মানুষ, ছাত্র-ছাত্রী,যুবকযবতীরা বই দেখতে আসছেন তবে বিক্রি তেমন হচ্ছে না।।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-অতিমারী তাই প্যান্ডেলে ঘোরাঘুরি নয়। একটু অন্তত ওদের বাইরে যাওয়া হবে। তাই অষ্টমীর সন্ধায় শিয়াখালা বুকস্টলে মেয়ে ভাইঝিকে নিয়ে ।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-সি পি আই (এম)পুরশুড়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগ শারদীয়া সাহিত্য ও পত্রপত্রিকা বুক স্টল। স্থান: পুরশুড়া মোড়।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-ক্ষমতায় আসার আগে শয়তানরা বলপাইয়ে লাইব্রেরি পুড়িয়ে দিয়েছিল।ক্ষমতায় এসে একদিনে ১৫০০ পার্টি অফিস থেকে গনসংঠনের দখল, আগুন ভাঙচুর করেছে। রাতের অন্ধকারে বৈদ্যবাটী রেল গেট-এর মার্কসীয় সাহিত্যের স্টলটি এইভাবে ভাঙচুর করেছে। কিন্তু এভাবে কি বামপন্থীদের আটকাতে পারবে?হিটলার পারেনি, তৃণমূলও পারবে না।সকাল থেকেই প্রতিবাদ প্রতিরোধে গর্জে উঠেছে কমরেডরা।
অবরোধ চলছে । আবার ঐখানেই স্টল হবে।
লাল সেলাম কমরেডদের ।
নীলাঞ্জন অধিকারী:- শ্রীরামপুর:-রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ি ব্যবহার করে রবিবার উল্টে দেওয়া হলো বৈদ্যবাটি রেলগেট সংলগ্ন প্রগতিশীল মার্কসীয় সাহিত্যের স্টল। প্রতিবছরের মতো এবারও বৈদ্যবাটি – শেওড়াফুলি এরিয়া কমিটির উদ্যোগে মার্কসীয় সাহিত্যের স্টল হয়েছিল বৈদ্যবাটি গেটের অদূরে।।পার্টিনেতৃবৃন্দ জানিয়েছেন শনিবার রাতেও কোন অস্বাভাবিকতা দেখা যায় নি।।পার্টিনেতৃবৃন্দের অভিযোগ তাঁদের ভয় দেখানোর জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।।পরে এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।। আধঘন্টা রাস্তা অবরোধ এর পর পুলিশ আসে ঘটনাস্থলে।। পুলিশ ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেবে প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড তীর্থঙ্কর রায়, ফরোয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ,বৈদ্যবাটি পুরসভার বিরোধী দলনেতা মনোয়ার হোসেন, এরিয়া কমিটির আনন্দ পাল,চন্ডীদাস ভট্টাচার্য,অবনী ভট্টাচার্য, সীতাংশু মজুমদার,স্বপন মুখার্জি প্রমুখ।।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া: শারদোৎসব উপলক্ষে সিপিআইএম ইটাচুনা এরিয়া কমিটির উদ্যোগে মারশীট মোড় মার্কসীয় বইয়ের স্টল। উপস্থিত এলাকার বিধায়ক আমজাদ হোসেন ।স্টল থেকে কোভিড-১৯ অতিমারী প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলারও প্রচার চলছে।