জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার সংক্ষিপ্ত সংবাদ………….


চিন্তন নিউজ: ২৫শে অক্টোবর:- মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন, বাটা মহেশতলা সিপিআই(এম) এরিয়া কমিটির উদ্যোগে শারদীয়া মার্কসীয় সাহিত্য বিপণনের কেন্দ্র মোট ৫ টি স্থানে হয়।যথাক্রমে নিউল্যান্ড মোড় , বাটা মোড় , নঙ্গী স্টেশন অটো স্ট্যান্ড , নঙ্গী মোড় ও সারাঙ্গাবাদ আবাসন। পুস্তক স্টলে বই কেনা ও পড়ার উৎসাহ দেখা যায়।

যাদবপুর পূর্ব থেকে দেবু রায় জানাচ্ছেন…. আজ পূর্ব যাদবপুর সিপিআই(এম) এরিয়া কমিটির অন্তর্গত পাল বাজার মোড়ের বই এর স্টলে আসেন এলাকার বিধায়ক সুজন চক্রবর্তী। উনি কিছুক্ষন সময় স্টলে কাটিয়ে যান। সুজন চক্রবর্তীকে দেখে বাম কর্মীরাও খুব উৎসাহিত হন।

অন্যদিকে সোনারপুর উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন আজ সোনার পুর উত্তর সিপিআই(এম) এরিয়া কমিটির অন্তর্গত গড়িয়ার তেঁতুলবেড়িয়া অঞ্চলে বইয়ের স্টলে ভালোই বই বিক্রি হয়, অনেক সাধারন মানুষ বইয়ের স্টল থেকে বই কেনেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।