জেলা

হাওড়া জেলা সংবাদ


সরোজ দাস: চিন্তন নিউজ:১৯শে জুলাই:– আজ হাওড়া জেলা সি পি আই (এম) পার্টি অফিস সংরগ্ন অঞ্চলে ২৪ নং ওয়ার্ডে পার্টি ও বামপন্থী গণসংগঠন ছাত্র-যুব-মহিলা-সিটুর উদ্যোগে আয়োজিত হয় ‘জনতা বাজার।’ এলাকার প্রান্তিক মানুষ যাঁদের জীবন জীবিকা লকডাউনে বিপর্যস্ত কিছুটা হলেও পাশে দাঁড়ানোর আন্তরিক প্রয়াস। এলাকাবাসী প্রয়োজনীয় সবজি সংগ্ৰহ করেন এবং সাধুবাদ জানান এই উদ্যোগকে।

বর্তমানে হাওড়া কর্পোরেশন এলাকার বাসিন্দারা গত দেড় বছর যাবৎ কার্যতঃ অভিভাবকহীন। পুর-পরিষেবা বলে কিছু নেই। মাসের পর মাস খোলামুখ ড্রেনগুলো পরিষ্কার করা হয় না, জঞ্জালের পাহাড় রাস্তার ইতিউতি। একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে বর্ষার জমা জলে ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার আশংকা। বালি- বেলুড় এলাকার অভয় গুহ রোডের বেশ কিছু বাসিন্দার করোনা পজিটিভ। প্রশাসনের কোনো হেলদোল নেই। আজ সি পি আই (এম) বালি- বেলুড় এরিয়া কমিটি ছাত্র-যুব-সিটু প্রভৃতি গণসংগঠনের কর্মীদের নিয়ে বেলুড় পশ্চিম ৪ নং শাখা এলাকার ঠাকরুণপুকুর, ছোটপুকুর সংলগ্ন এলাকা,অভয় গুহ রোড, অশোক গ্লাস লেবার কোয়ার্টার সম্পূর্ণভাবে স্যানিটাইজ করে। এছাড়া বস্তিবাসীদের মধ্যে মাস্ক ও লিফলেট বিলি করা হয়। এলাকার বাসিন্দাদের সচেতন করার জন্য মাইকে প্রচার করা হয়। এলাকার মানুষ এগিয়ে এসে তাঁদের অভাব অভিযোগের কথা জানান, সমাধানের ব্যাপারে আলোচনা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।