জেলা

হুগলি বার্তাঃ-



চিন্তন নিউজঃ- সুপর্না রায়ঃ ১৩/০২/২০২২- বামপন্থী বন্ধুরা গ্রুপের হুগলি লোকসভা কেন্দ্র গ্রুপের এডমিন কমরেড দিব্যেন্দু ( শিবাজি) মিত্র এবার হুগলি- চুঁচুঁড়া পৌরসভার আসন্ন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী । স্বচ্ছ ,দুর্নীতি মুক্ত পৌরসভা গড়তে চলছে জোরদার প্রচার । বিশিষ্ট সমাজসেবক – দীর্ঘদিন হুগলি পি আর সি র সম্পাদক শিবাজি মিত্র এলাকা ঘুরে আজ প্রচার সারলেন বাড়ী বাড়ী গিয়ে । জনগনের সাড়া মিলছে বেশ ভালোই-।

দেবারতি বাসুলীঃ-সিঙ্গুরে কারখানার জমিতে মাছের ভেড়ি নয়, কারখানাই চাই, -এই দাবিতে ডি ওয়াই এফ আই হুগলী জেলা কমিটির ডাকে সিঙ্গুর বিডিও-র নিকট ডেপুটেশন।ডি ওয়াই এফ আই সংগঠনের চাপে অবশেষে ভেড়ি প্রকল্পের কাজ বন্ধ রাখতে বাধ্য হলেন বি ডি ও।

জয়দেব ঘোষঃ-তারকেশ্বর পৌরসভার সি পি আই(এম) প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা রাতের অন্ধকারে প্রার্থীদের বাড়ি ভাঙচুর ও হামলা সংগঠিত করে। ৭ নং ওয়ার্ডের ও ৮ নং ওয়ার্ডের সি পি আই (এম) প্রার্থী যথাক্রমে আজিজুল আলি মল্লিক ও সৌরভ গাঙ্গুলীর বাড়ি ভাঙচুর করে। ১নং ওয়ার্ডের প্রার্থী জীবন চ্যাটার্জীর শ্বশুর বাড়িতে (ভঞ্জিপুর) ,৯ নং ওয়ার্ডের প্রার্থী লিপিকা মোদক ও ৬ নং ওয়ার্ডের প্রার্থী রীতা পাত্রের বাড়িতে হামলা করে। এই ঘটনায় তারকেশ্বর শহরবাসীর মনে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাঁরা প্রার্থীদের সঙ্গে যোগাযোগও করেন। তাঁরা জানান তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হয়েছে। তাই তাঁরা নির্বাচনে ভয় পাচ্ছে।

৮ নং ওয়ার্ডের প্রার্থী রেড ভলেন্টিয়ার সৌরভ গাঙ্গুলী সন্ত্রাসকারীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন যে যারা তাঁর বাড়ি ভাঙচুর করেছেন তাঁদের বাড়ির কোনো ব্যক্তি করোনা জনিত কারণে অসুস্থ হলে তিনি রেড ভলেন্টিয়ার হিসাবে সর্বদা তাঁদের পাশে থাকবেন এবং তিনি বলেন নির্বাচনটা রাজনৈতিক লড়াই হিসাবে দেখুন, ব‍্যক্তিগত লড়াই হিসাবে দেখবেন না। তারকেশ্বরে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

শান্তনু বসুঃ- হুগলি চুঁচুঁড়া আসন্ন পৌরসভার এবারের বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী কমরেড শ্যামলী চক্রবর্তী । উচ্চশিক্ষিতা , বিশিষ্ট সমাজসেবিকা ,সকলের আপনজন – — সকলের বিপদে সবসময় সবার পাশে , হুগলি শহরের বহু প্রাচীন বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা — এই কমরেড এর সমর্থনে চলছে বাড়ী বাড়ী প্রচার– সাড়া মিলছে বেশ ভালোই।

হুগলি – চুঁচুঁড়া আসন্ন পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী কমরেড শিখা গুহর সমর্থনে প্রচার এবং দেওয়াল লিখন চলছে জোড় কদমে।

জয়দেব ঘোষঃ- ‘৬০ এর দশক থেকেই আমৃত্যু সি,পি,আই(এম) একনিষ্ঠ কর্মী,’৭০ এর দশকে সন্ত্রাসের যুগে এল,সি,এম,গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী, বহু গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারির যোদ্ধা ইটাচূনা খন‍্যান অঞ্চলের ছোট মুল্টীর বাসিন্দা কমরেড সরলা রায় আজ ১১/২/২২ তারিখে র্বাদ্ধ‍্যক‍্য জনিত কারণে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।