চিন্তন নিউজঃ- সুপর্না রায়ঃ- হুগলি জেলার অনেক জায়গাতে হবে পৌরসভার নির্বাচন । আর নির্বাচনের প্রার্থী ঘোষনা হবার সাথে সাথে চলছে প্রচার ও চিরকালীন জনসংযোগ। বাঁশবেড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের প্রার্থী ডাঃ প্রনব ঘোষ । ডাঃ প্রনব ঘোষ গরীবের ডাক্তার হিসেবে পরিচিত। তাঁর সমর্থনে চলছে দেওয়াল লিখন। উল্লেখ্য তিনি জয়ী কাউন্সিলর ছিলেন।
হুগলি – চুঁচুঁড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের জয়ী কাউন্সিলর ছিলেন বিপ্লব দাস । অত্যন্ত কাজের মানুষ – কাছের মানুষ ,সৎ ,কর্মনিষ্ঠ ও সমাজসেবক। আসন্ন পৌরসভা নির্বাচনে আবার ও নির্বাচনে লড়ছেন কমরেড বিপ্লব দাস।আজ কেওটা কলোনী তে তাঁর প্রচার।
বাঁশবেড়িয়া পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমরেড শিখা গুহর প্রচার।
প্রচারের জন্য দেওয়াল লিখন চলছে শ্রীরামপুর ২১ নং ওয়ার্ডে কমরেড মহাশ্বেতা বিশ্বাস এর সমর্থনে এবং চলছে জনসংযোগ। স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত পৌরসভা গঠনের লক্ষ্য নিয়েই প্রচারের অভিমূখ।
বানীব্রত দেঃ– হুগলি – চুঁচুঁড়া আসন্ন পৌরসভার নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী বিশিষ্ঠ সমাজসেবক ,সৎ ,কর্মনিষ্ঠ সকলের কাছের মানুষ – কাজের মানুষ কমরেড মোনালিসা বরা। চলছে জোরদার নির্বাচনী প্রচার।
চৈতালী নন্দীঃ-হুগলী চুঁচুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী কমরেড লিলি বিশ্বাস এর সমর্থনে হেমন্ত বসু কলোনী তে বাড়ি বাড়ি প্রচার ।
জয়দেব ঘোষঃ-সি পি আই এম কোন্নগর এরিয়া কমিটির ডাকে কোন্নগর পৌরসভা নির্বাচন উপলক্ষে সাধারণ সভা সংগঠিত হয়।এই সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড শ্রুতিনাথ প্রহরাজ।সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ চক্রবর্তী।কোন্নগর পৌরসভা নির্বাচনের, বামফ্রন্টের সকল প্রার্থীরা এদিনের সভায় উপস্থিত ছিলেন।।
দেবারতি বাসুলীঃ-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হুগলি জেলার ত্রয়োদশ ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আজ বিজ্ঞানের খবর পাঠ প্রতিযোগিতা সম্পন্ন হল বালিরমোড় পিআরসি ভবনে। এই প্রতিযোগিতায় স্থানীয় ও কলকাতা থেকে মোট ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হুগলি জেলার ত্রয়োদশ ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ চুঁচুড়া ময়দানে বসে আঁকো প্রতিযোগিতা ও ক্যুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হলো। দীর্ঘদিন বাদে খোলা মাঠে এই প্রতিযোগিতার সুযোগ পেয়ে প্রতিযোগিরা ছিলেন উচ্ছ্বসিত। দুটি বিষয়ে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ক্যুইজ কম্পিটিশন এর কাজটি পরিচালনা করেন অন্বেষা ক্যুইজ ক্লাব।