জেলা

হুগলি জেলার সংক্ষিপ্ত সংবাদঃ


১৭ ই অগাষ্টঃ- চিন্তন নিউজঃ-১) জয়দেব ঘোষঃ-আজ ১৬ দিন। প্রায় ১০০ ঊর্ধ্বে ছাত্র ছাত্রী, এস এফ আই চুঁচুড়ার অনলাইন ফ্রি ফর্ম ফিল আপের ফলে উপকৃত হলো। আজ পর্যন্ত প্রত্যেকে গড়ে ৫টি করে কলেজে ফর্ম ফিল আপ করেছেন, প্রায় ৫০০ র বেশি কলেজের ফর্ম এই কদিনে ফর্ম ফিল আপ করতে পেরেছেন।

পেট্রোল – ডিজেল – রান্নার গ্যাসের দাম কমানোর দাবীতে, লোকাল ট্রেন চালুর দাবী সহ স্কুল কলেজ খোলার দাবী ও ভ্যাকশিন নিয়ে রাজনীতির বিরক্ত এস এফ আই / ডি ওয়াই এফ আই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ ও পোস্টার প্রদর্শনী কর্মসূচী।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।