জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-২৩শে জানুয়ারি:– দেবারতি বাসুলীঃ-ডি ওয়াই এফ আই কোন্নগর লোকাল কমিটির অন্তর্গত পৌর ৮নং ইউনিটের ১৮তম সম্মেলন সফল হলো। ইউনিট কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড অয়ন মুখার্জী ও সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ পোরেল। দীর্ঘদিনের ধরে যারা ইউনিট কমিটির সাথে যুক্ত ছিলেন, বুক দিয়ে আগলে সংগঠন করেছেন ।

ডি ওয়াই এফ আই বৈ‌ঁচী লোকাল কমিটির বিভিন্ন ইউনিটে নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন ।

জয়দেব ঘোষঃ-ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটি ও ভারতের ছাত্র ফেডারেশনের শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির উদ্দ্যোগে নেতাজী ১২৬ তম জন্মদিবস উপলক্ষে দেশপ্রেম দিবস পালিত হল।

স্কুল খোলার দাবিতে ও হুগলী জেলা ৩৫ তম সম্মেলনের সফল করার উদ্দেশ্যে পোস্টার মারা হলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হুগলী জেলার ইটাচুনা চক্রের পক্ষ থেকে।

সারাভারত ক্ষেতমজুর ইউনিয়নের বাঁটিকা বৈঁচী অঞ্চলে (23/01/2022)সভ্যসংগ্রহের কাজ চলছে। নেতাজির জন্ম দিন উপলক্ষে ডি ওয়াই এফ আই আরামবাগ ২ নং লোকাল কমিটির উদ্যোগে দেশপ্রেম দিবস পালন,,,আরামবাগ কাবলে যুব অফিসে।

সোমনাথ ঘোষঃ- চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালায় গ্রামে বাড়ি বাড়ি ঘুরে আজও কৃষক ও খেতমজুর সংগঠনের সভ্য সংগ্রহ করা হোল। ১০০ শতাংশ সংখ্যালঘু অধ্যূষিত সন্ধিপুর(দক্ষিণ) বুথের সুবলআড়ায় আজ ২২শে জানু:’২০২২ বিকালে প্রায় আড়াই ঘন্টা ধরে রঘুনাথ ঘোষ, বিশ্বজিৎ মাজি, কিশোর ভট্টাচার্য্য, সুরজিৎ মালিক, লোকনাথ ঘোষ, চন্দ্রনাথ মালিক প্রমুখ ৬ জনের টিম কর্মসূচীতে অংশ নেন। সংগ্রহ কালে আলাপ-আলোচনায় গ্রামের মানুষের থেকে ভাল সাড়া পাওয়া যায়।আজ উভয় সংগঠনের মিলিয়ে মোট ২৪৫ জনের সভ্যচাঁদা ও সংগঠন তহবিলে ৭৫ টাকা সংগ্রহ হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।