জেলা

হুগলি জেলার সংবাদ——-


নিজস্ব সংবাদদাতা: চিন্তন নিউজ:১৩ই। মে:–“গণদর্পন” সংস্থার অন্যতম সংগঠক, মরনোত্তর দেহদান অঙ্গদান এবং চক্ষুদান আন্দোলনের প্রাণপুরুষ ব্রজ রায় আজকে ১৩ মে,২০২১ সকাল ১০-৪০ মিনিটে কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে প্রয়াত হয়েছেন। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।… বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী চেতনা বিস্তারের অন্যতম কান্ডারি ছিলেন তিনি। কমরেড ব্রজ রায়ের জীবনাবসানে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ———-কমরেড ব্রজ রায় অমর রহে।

আজ দেবায়ন রায় (বিট্টু) সকালে ফোন করে “রুদ্র চক্রবর্তীকে, ব্যান্ডেলের ডাক্তার সুপ্রিয় দাসের অক্সিজেন লেভেল কমে গেছে তাড়াতাড়ি অক্সিজেন লাগবে”… যথারীতি পুলক চক্রবর্তী এর সাথে যোগাযোগ করা হয় অক্সিজেন সিলিন্ডারের জন্য। ডাক্তারবাবুর বাড়ির পাশেই পিকনের বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার তুলে ডাক্তারবাবুকে দেওয়া হল। এই পিকন সদ্য এক সপ্তাহ হলো তার জীবনের সবথেকে বড় সম্পদ মাকে হারিয়েছে। প্রতিকূলতা যাই থাকুক রেড ভলান্টিয়ার্স আছে নিশ্চিন্তে থাকুন…


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।