জেলা

হুগলি জেলার আজকের খবর


চিন্তন -নিউজ :–নিজস্ব সংবাদদাতা:- ১০ ই ফেব্রুয়ারি:- গতকাল কলকাতায় গনতান্ত্রিক মহিলা সমিতির শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে আজ সারা রাজ্যের সাথে হুগলি জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। ত্রিবেনীতে, বৈঁচীতে ,পান্ডুয়াতে, ব্যান্ডেল মোড়েও প্রতিবাদ ও ধিক্কার সভা অনুষ্ঠিত হয়।।বিক্ষোভ মিছিল।আবার জাঙ্গীপাড়া ১ ও ২ নং এরিয়া কমিটির উদ্যোগে জাঙ্গীপাড়া বাজারে ধিক্কার মিছিল হয়৷। ধনিয়াখালির গুড়বাড়ির খড়ুয়া থেকে রোহিয়া পর্য্যন্ত মহিলাদের সঙ্গেপুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় । বৈদ্যবাটিতে এই ঘটনার প্রতিবাদে বৈদ্যবাটি এরিয়া কমিটির ডাকে চলছে পথ অবরোধ। গতকাল মহিলাদের আইন অমান‍্য মিছিলের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে, সিপিআই(এম) শ্রীরামপুর পুর্ব এরিয়া কমিটির উদ‍্যোগে আজ মাহেশ শহীদ বাজারের সামনে, বিক্ষোভ সভা।

আবার আগামীকাল নবান্ন অভিযানের সমর্থনে প্রচার চলছে।।ভারতের ছাত্র ফেডারেশন বৈদ্যবাটী আঞ্চলিক কমিটির উদ্যোগে নবান্ন অভিযানের সমর্থনে টোটো প্রচার অনুষ্ঠিত করা হলো ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের সমর্থনে মাখলা বিড়লা মোড়ে এস এফ আই/ ডি ওয়াই এফ আই এর ডাকে প্রচারসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।