জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ:২২শে আগস্ট:- পূর্বস্থলী থেকে বরকত মোল্লা জানিয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বস্থলী ১ আঞ্চলিক কমিটির দোগাছিয়া ইউনিটের পক্ষ থেকে আজ শহিদ কমরেড রবি মাঝির স্মরণে পতাকা উত্তোলন করেন কমরেড অজয় মন্ডল এবং তাঁর সম্পর্কে আলোচনা করেন জেলা কমিটির সম্পাদক সদস্য কমরেড বীরেশ্বর নন্দী।

সংবাদদাতা সমীর দাস- ডিওয়াই‌এফ‌আই কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটি, আজ সকালে কাটোয়া ১৭ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি, “স‍্যানিটাইজ” করছে।

৩) সমীর দাস- আর‌ও জানাচ্ছেন,ভারতের ছাত্র ফেডারেশন (SFI) জামালপুর লোকাল কমিটির পক্ষ থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ,কালনা কাঁসড়া হাইস্কুলের – জয় দে, যার প্রাপ্ত নম্বর ৫৯৯। বাবা পেশায় কাগজ বিক্রেতা। জয় দে -কে সম্বর্ধনা দেওয়া হলো। জয় এর হাতে তুলে দেওয়া হলো খাতা, পেন, ফাইল, জ্যামিতি বাক্স , মাষ্ক ও স্মারক। জয় এর অর্থনৈতিক অবস্থা খারাপ এর জন্য এস‌এফ‌আই জামালপুর লোকাল কমিটির পক্ষ থেকে ওর পড়াশোনার খরচ এর দায়িত্ব নেওয়া হলো। উপস্থিত ছিলো এস‌এফ‌আই জামালপুর লোকাল কমিটির সম্পাদক কমরেড নীলকমল পাল, এস‌এফ‌আই জামালপুর লোকাল কমিটির সভাপতি কমরেড মায়া হেমব্রম ও এস‌এফ‌আই জামালপুর লোকাল কমিটির সদস্য কমরেড ঋত্বিক হাজরা।

পূর্ব বর্ধমান থেকে কল্পনা গুপ্ত জানিয়েছেন,
ভারতের ছাত্র ফেডারেশন , পূর্ব বর্ধমান জেলার সদর-২ লোকাল কমিটির অন্তর্গত বৈকন্ঠপুর-১ ইউনিট এর উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির । পতাকা উত্তোলন মধ্য দিয়ে কর্মসূচি শুরু হল । পতাকা উত্তোলন করলেন ইউনিট এর সভাপতি অরুনভ মিত্র । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তারক মন্ডল সহ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অরিজিৎ ঘোষ, ও দিব্যেন্দু নন্দী , উষসী রায়চৌধুরী প্রমুখ।

সংবাদদাতা- কৌশিক সরকার এর রিপোর্ট:-
এস‌এফ‌আই পূর্বস্থলী লোকাল কমিটির সাংগাঠনিক কনভেনশন অনুষ্ঠিত হলো বৃহস্পতি বার(২২-০৮-২০)। পতাকা উত্তোলন ও শহীদ বেদী-তে মাল্যদানের মধ্য দিয়ে এই কনভেনশন শুরু হয়। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন এস‌এফ‌আই পূর্বস্থলী লোকাল কমিটির বিদায়ী সম্পাদক কমরেড শান্তনু দেওয়ান। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি কমরেড বিশ্বরূপ হাজরা এছাড়াও সম্মেলনের জেলা সম্পাদক কমরেড অনির্বাণ রায়চৌধরী। ২১ জনকে নিয়ে কমিটি তৈরী হয়। কমিটির নব-নির্বাচিত সম্পাদক হয়েছেন সৃজন বসাক এবং সভাপতি হয়েছেন নয়ন দাস এবং পত্রিকা সম্পাদক দেবজিত সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।