চিন্তন নিউজঃ- ৭ ই অগাষ্ট — পরিমল চক্রবর্ত্রীঃ-আজ মুর্শিদাবাদ, সাগরদীঘি থার্মাল পাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী কমল দাস মহাশয় স্টুডেন্টস হেলথ হোমের অ্যাম্বুলেন্স তহবিলে ১০,০০০ টাকা প্রদান করলেন।স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
জয়দেব ঘোষঃ-আজ রেড ভলেন্টিয়ার ইটাচুনার উদ্যোগে খন্যান মাসনা পারে কয়েকটি বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হলো।
শুধু কলেজে ভর্তির ফর্ম ফিলাপ নয়, সাথে চলছে রাজ্য জুড়ে স্কুল কলেজ খোলার দাবি, এবং ছাত্র দের অগ্রাধিকার দিয়ে ফ্রি ভ্যাক্সিন দেবার দাবি নিয়ে পোস্টার লিখন আর সই সংগ্রহ অভিযান।