জেলা

হুগলি জেলার টুকরো খবর


চিন্তন নিউজ: ১৪ই এপ্রিল:- চন্দননগর থেকে শঙ্কর কুশারী জানাচ্ছেন যে নির্বাচনের সময় রাজনৈতিক সংঘর্ষ এবং রক্তপাত এই রাজ্যে এক অবশ্যম্ভাবী এবং নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । সাম্প্রতিক সময়ে শীতলকুচির ঘটনা বোধহয় সবকিছুকেই ছাপিয়ে গেছে । এমন নৃশংস ঘটনার পরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের উত্তেজক ভাষণ কিংবা উস্কানিমূলক মন্তব্য চলছে সমানতালে । রাজনৈতিক দলগুলির কাছে এই বিষয়ে আমাদের যাবতীয় অনুরোধ উপরোধ বিফলে গিয়েছে । ফলপ্রসূ হয়নি নির্বাচন কমিশনের কাছে পাঠানো আবেদন নিবেদনও । এমতাবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধের পথই বেছে নিলেন চন্দননগরের নাগরিক সমাজের একটি অংশ ।

১৩ই এপ্রিল ২০২১ সন্ধ্যা ৬-৩০ মিনিটে বড়বাজারে ডাঃ বিধানচন্দ্র রায়ের মর্মর মূর্তির পাদদেশে কথায় গানে কবিতায় সেই প্রতিবাদ নিয়ে একটি সাংস্কৃতিক পথসভায় উপস্থিত ছিলেন শহরের সংস্কৃতি, পরিবেশ, মানবাধিকার ও সমাজকর্মী সহ শিক্ষক, চিকিত্‍সক ও শ্রমজীবী মানুষ । সাংস্কৃতিক উপস্থাপনায় ছিলেন রাহুল এবং সমাদৃতা দত্ত ও সম্প্রদায়, অরিজিত পাঠক ও সংকলন দাস, কল্যাণব্রত মজুমদার এবং হিরণ্ময় ঘোষালের গান । রাজনৈতিক সন্ত্রাসের ইতিহাস এবং কারণ বিশ্লেষণ করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নাট্যকর্মী তুষার ভট্টাচার্য্য, কবি জগদীশ শর্মা এবং বিশিষ্ট পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।