জেলা

শেষ দুদিনের প্রচারে জলপাইগুড়িতে ঝড় তুললেন সংযুক্ত মোর্চার নেতৃত্ব।


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:১৪ই এপ্রিল:– সাতসকালে সিপিআইএম প্রার্থীকে নিয়ে প্রচার সরে গেলেন জলপাইগুড়ি শহরের পার্শ্ববর্তী এলাকা সারদাপল্লী বিবেকানন্দ পল্লী এলাকায় বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এরপর ধুপগুড়ি মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি, রাজগঞ্জে বিধানসভার অন্তর্গত বন্ধু নগর এলাকায় সভা করেন তিনি।

পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে মহম্মদ সেলিম সভা করেন ধুপগুড়ি বিধানসভার অন্তর্গত বানারহাট, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর রাজগঞ্জ বিধানসভার সীমানায় বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সড়কডাঙ্গী এলাকায় পার্টি নেতা তাপস সিনহা সভা করেন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমবাড়ি ফালাকাটা , জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত শিরিষতলা ও শহরের দুই নাম্বার ওয়ার্ড এলাকায় সভা গুলিতে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজ জলপাইগুড়ি জেলা জুড়ে প্রচারে সামিল হন ছাত্র-যুব মহিলা ও শিক্ষক আন্দোলনের নেতৃবৃন্দ। এবিটিএ জলপাইগুড়ি সদর উত্তর মন্ডলের পক্ষ থেকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিআইএম সিপিআইএম প্রার্থী রতন রায়ের সমর্থনে পথ ও সভা সংগঠিত করা হয় চৌরঙ্গী এলাকায়. তৃণমূল সরকার ও বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং সংযুক্ত মোর্চার প্রতিশ্রুতি গুলো বক্তারা যুক্তি দিয়ে মানুষের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষা আন্দোলনের নেতা চক্রবর্তী জয়দীপ মুখার্জি, শুভম ঠাকুর, শুভাশিস সরকার, কৃষ্ণ সেন, জয়দীপ রায়।

সভা পরিচালনা করেন শিক্ষক নেতা অধিকারী চয়ন অধিকারী। ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত বার্নিশ বাজারে সংযুক্ত মোর্চার আরএসপি দলের প্রার্থী নরেশ চন্দ্র রায়ের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে বামফ্রন্টের উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন পি,এস,ইউ, রাজ্য সম্পাদক নওফল সফিউল্লাহ , সিপিআইএম নেতা জ্যোতি প্রকাশ ঘোষ।

জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় সকাল থেকে প্রচার করেন জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট নেতৃবৃন্দ শহরের ১৪ ও ১৩ নম্বর ওয়ার্ডের সীমানা পান্ডাপাড়া বারোয়ারি ক্লাবের মোড়ে শেষ লগ্নের প্রচারে বক্তব্য রাখেন জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক বর্তমান মেখলিগঞ্জ কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়, জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত, কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্য, যুব আন্দোলনের নেতৃত্ব দীপশুভ্র সান্যাল, পার্টি নেতা অরিন্দম চক্রবর্তী, ননীগোপাল মুখুটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।