জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-১লা অক্টোবর:– সেরার সেরা কলকাতা মেডিক্যাল কলেজের ব্যান্ডেল বাসী সদ্য ডাক্তার হওয়া অমর্ত্য সেনগুপ্ত। পৌনে দু’ লক্ষ ডাক্তারকে পিছনে ফেলে সদ্য ডাক্তার অমর্ত্য সেনগুপ্ত সর্বভারতীয় সার্জারী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।বাঙালীদের মধ্যে তিনি এই সাফল্যের প্রথম দাবীদার তিনিই। মায়ের ইচ্ছা পূ্রণ করতেই তাঁর ডাক্তারী পড়া।

গতকাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পোলবা চক্রের পক্ষে আকনা ইউনিয়ন হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী রোহিত কুমার পাইন মহাশয়ের অবসর গ্রহণের দিনে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সংগঠক হবিবুর রহমান,সুদীপ্ত বাঁক,কমল সাহা,দিলীপ মুখার্জি,মানস ভট্টাচার্য সহ চক্রের নেতৃবৃন্দ।

ডি ওয়াই এফ আই উনিশ তম রাজ্য সন্মেলন উপলক্ষে ডি ওয়াই এফ আই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির প্রচার।

সিদ্ধার্থ গুহঃ-গতকালের এর সভার সিদ্ধান্ত অনুসারে ডানকুনি দক্ষিণ সুভাষপল্লী ও অরবিন্দপল্লীর দীর্ঘ তিনমাস ধরে জলযন্ত্রনায় বিধ্বস্ত মানুষগুলো জলনিকাশি ও ভাঙাচোরা রাস্তাসারাইয়ের দাবীতে ডানকুনি উড়ালপুল মিলন সঙ্ঘের মাঠ ও এইচ ডি এফ সি ব্যাঙ্ক এর সংযোগস্থলে রাস্তা অবরোধ করল আজ বেলা ১১:৩০এ। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ ওঠে।

সুব্রত দাশগুপ্তঃ-সি আই টি ইউ রাজ্য সন্মেলনে বক্তব্য রাখছেন হুগলি জেলা সেক্রেটারি কমঃ তীর্থঙ্কর রায়। এছাড়া ছিলেন কমঃ আভাস রায়চৌধুরী। সি আই টি ইউ রাজ্য কনফারেন্সে হুগলি জেলার প্রতিনিধিবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।